তাহেরপুরে ঈদের বাজারে কেনাকাটা জমে উঠেছে

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : মুসলমানদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শেষ মুহূর্তে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার হাট-বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটার ভিড়। ঈদুল ফিতর যতই ঘুনিয়ে আসছে বিপণিবিতানগুলোয় ক্রেতাদের পদচারণায় ততই সরগরম দেখা যাচ্ছে। দোকান গুলোতে বিভিন্ন সালোয়ার-কামিজ,গেঞ্জি,প্যান্ট,শার্ট,শাড়ি,লুঙ্গি,ছোট ও বড়দের পাঞ্জাবি ও ফতুয়া বিক্রি হচ্ছে। স্বাদ্যমত প্রতিবারের ন্যায় তারা এবার কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকানীরা। এছাড়া ঈদে চাই নতুন পোশাক তাইতো সাধ আর সাধ্যের মধ্যে না থাকলেও ছেলে-মেয়েদেরকে উপহার দিতে ধনী ও মধ্যবিত্তদের পাশাপাশি কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে নি¤œবিত্তের বাবা-মায়েরা। গতকাল সরেজমিনে তাহেরপুরের কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে, বিপনী বিতান,মুদি দোকানগুলোতে উপচেপড়া ভীড়। তাই সাধ্যের মধ্যে পছন্দের পোশাকটি কিনতে ফুটপাত দোকানগুলোতে ভিড় করছে নি¤œবিত্ত ও দরিদ্র মানুষরা। ব্যবসায়ীরাও ফুটপাতের দোকানগুলোতে নানা রঙের পোশাক সাজিয়েছেন। ক্রেতারা বলছেন, দাম যেমনই হোক নতুন কাপড় তো। তাই অল্প টাকার পোশেকেই ঈদের আনন্দ মেটায়। দোকানীরা জনান,অধিক বিক্রয়ের আশায় এবার তারা অপেক্ষাকৃত বেশি এবং দামী পোশাক জমা করেছে খরিদ্দারদের উদ্দেশ্যে। প্রতিবারের ন্যায় খরিদ্দারদের উপচে পড়া ভীড় থেকে রেহাই পেতে দোকানে এই মাসের জন্য অতিরিক্ত লোক নিয়োগ করা হয়েছে। তাহেরপুর বাজারে গ্রাম বাংলা বস্ত্রালয়,বিল্পব ফ্যাশান,শুকুর এন্ড সন,ড্রেস ফেয়ার,নকশী বাংলা গার্মেন্টস,পিতামাতা বস্ত্রালয়,হাজি বস্ত্রালয়,খোকন গার্মেন্টসসহ বেশিরভাগ গার্মেন্টসে এবার পবিত্র ঈদুল ফিতরের ঈদে তাহেরপুর পৌরসভা এলাকার লোকজন ছাড়াও বিভিন্ন গ্রামসহ পাশ্ববর্তী উপজেলা থেকে দলে দলে লোকজন প্রতিদিন ঈদের বাজার করতে ছুটে আসছে তাহেরপুর হাট-বাজারে। দোকানীরা নিজ নিজ দোকানে পসরা সাজিয়ে বসে আছে।দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত কেনাবেচা চলছে। তাই দোকানগুলোতে তিল ধারণের ঠাঁই নেই।এ সুযোগ কাজে লাগিয়ে দোকানীরা তাদের ইচ্ছামত জিনিস পত্রের দাম দিগুন হারে হাকিয়ে নিচ্ছে।এবিষয়ে দোকানীরা জানান,তারা নতুনের সাথে কয়েক বছরের গুদামজাত সালোয়ার-কামিজ,গেঞ্জি,প্যান্ট,শার্ট,শাড়ি,লুঙ্গি,ছোট ও বড়দের পাঞ্জাবি ও ফতুয়া এবছর বেশী দামে বিক্রি করছেন। এবং ক্রেতারা এসব কাপুড়ের শুধু রং দেখে না বুঝে তারা দেদারসে কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন।



from BDJAHAN http://bit.ly/2QAtPaa
via IFTTT
Next Post Previous Post