ইবিতে নুসরাত হত্যার প্রতিবাদে পথনাটক ‘বিচার চাই’ প্রদর্শিত

মুরাদ খান, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ল’ অ্যাওয়ারনেস এ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে এবং ইবি থিয়েটারের পরিবেশনায় নুসরাত হত্যা ও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে পথনাটক বিচার চাই প্রদর্শিত হয়েছে।

শনিবার দুপুর একটায় ডায়না চত্বরে বাংলা বিভাগের ছাত্র এনামুল হক এবং লোক প্রশাসন বিভাগের ছাত্র আদনান হোসাইন চৌধুরীর রচনায় ও নির্দেশনায় নাটকটি প্রদর্শিত হয়েছে। কুশিলবদের মধ্যে ছিলেন তন্ময় হাফিজ, পিয়াস, আশফিকা, আরশী, পপি, কৌশিক, রেদওয়ান, ইমরান, রিফাত প্রমুখ।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক রেহেনা পারভীন এবং ফলিত খাদ্য ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার। আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ও ল অ্যাওয়ারনেস এ্যান্ড ভ্যালুস ডেভপলপমেন্ট সেন্টারের প্রতিষ্ঠাতা ড. রেবা মন্ডল এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদুজ্জামান। এমন উন্মুক্ত স্থানে দর্শকের উপস্থিতিও ছিল চোখে পরার মত।



from BDJAHAN http://bit.ly/2W9HmHZ
via IFTTT
Next Post Previous Post