নন্দীগ্রামে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখারদায়ে ৩ দোকানের জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার দায়ে ৩ দোকানের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৫ শে এপ্রিল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ভ্রাম্যমাণ আদালত নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ফটিক মিয়ার দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করে। একই সাথে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার দায়ে সিরাজুল ইসলামের দোকানে ৫শ টাকা ও ইসমাইল হোসেনের দোকানে ৫শ টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, বেঞ্চ সহকারী আতাউর রহমান ও এসআই জিন্নুর রহমান।



from BDJAHAN http://bit.ly/2UKdNeq
via IFTTT
Next Post Previous Post