নন্দীগ্রামে নানা আয়োজনেবর্ষবরণ অনুষ্ঠিত

জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখ রবিবার ভোরে সুর্যোদয়ের সাথে সাথে নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়কে স্কুল, কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নতুন সাজে দেখা যায়। তাদের সবার গন্তব্য ছিল উপজেলা পরিষদ চত্বরের দিকে। উপজেলা পরিষদ চত্বর নবীন-প্রবীণ ও নারী-পুরুষ থেকে শুরু করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সরব উপস্থিতি লক্ষ্যনীয় ছিল। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় চলছে এ প্রাণের উল্লাস। সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এসময় পৌর শহর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে । এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা , সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল প্রমুখ। এরপর পান্তা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



from BDJAHAN http://bit.ly/2P7tkDQ
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url