সাপাহারে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলা নববর্ষ পালন
প্রদীপ সাহা,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে দিনভর বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ- ১৪২৬ বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বাংলা বর্ষ বরণের সকল অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন,প্রানী সম্পদ অফিসার ডা: সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, কৃষি অফিসার মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ,মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল আলম, উপ-প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সন্তোষ কুমার কুন্ডু, ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী,নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গীস সরকার, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক মাস্টার, ভেটেনারী সার্জন ডা: আশিষ কুমার দেবনাথ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম,রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পরিষদ চত্বরে পান্তা উৎসব, কুইজ প্রতিযোগিতা,সাপাহার শিল্পকলা একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষ বরণ উৎসব সমাপ্ত হয়।
from BDJAHAN http://bit.ly/2v3DxYT
via IFTTT