নন্দীগ্রামে ঘুমন্ত স্ত্রীকেখুন করলেন স্বামী
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খোদেজা খাতুন (৩৮) নামের এক গৃহবধু খুন হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত খোদেজা খাতুন উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামের ভ্যান চালক এনতাজুর রহমানের স্ত্রী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত দুই টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। এরপর রাত দুই টার দিকে নিহতের স্বামী এনতাজুর রহমান চিৎকার শুরু করে। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে। এ সময় এনতাজুর তাদের জানান, কে বা কাহারা জানালা দিয়ে খোদেজাকে ছুরিকাঘাত করেছে। তখন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা গুরুত্বর আহত খোদেজাকে নিয়ে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে খোদেজা খাতুন মারা যায়। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্বামী এনতাজুর রহমান কে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
from BDJAHAN http://bit.ly/2ZziUBX
via IFTTT