সাপাহারে নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাাঁর সাপাহারে বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে রোববার বেলা সাড়ে ১১টায় ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটস্ উইমেনস রাইটস প্রজেক্ট সি এস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠানে উপস্থিত খেকে বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ,মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম,সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম,টেইনার ও এ্যাডভোকেসি অফিসার আবুল কালাম আজাদ, ফিল্ড সুপার ভাইজার ডাসকো ফাউন্ডেশন প্রকল্প ভানু রায় প্রমূখ। এসময় বিভিন্ন এলাকার নারী নের্তৃবৃন্দ ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



from BDJAHAN https://ift.tt/2CM20pQ
via IFTTT
Next Post Previous Post