মাদকমুক্ত সমাজ গড়তে হলে পড়াশোনার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে-গওশে শাহরিয়ার

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের উপশহরস্থ বিশিষ্ট দানবীর গাউসুল আযম মহাবিদ্যালয়ের আয়োজনে এবং প্যারট ইন মোশান স্টুডিও’র সার্বিক সহযোগিতায় কলেজ মাঠ প্রাঙ্গণে গোলাম মোস্তফা গাওসিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়।

গতকাল ৩১ মার্চ রোববার টুর্নামেন্টের উদ্বোধন করেন গাউসুল আযম মহাবিদ্যালয়ের জমিদাতা বিশিষ্ট দানবীর গোলাম মোস্তফা গাওসিয়ার পুত্র এবং প্যারট ইন মোশান স্টুডিও’র পরিচালক, বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গওশে শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাউসুল আযম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নাসরিন জাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের কর্মকর্তা মোঃ রহমতুল্লাহ, কলেজের শরীর চর্চা শিক্ষক সত্যেন্দ্র নাথ রায়। টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি গওশে শাহরিয়ার’র বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে পড়াশোনার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা যেমন শরীরকে সুস্থ্য রাখে ঠিক তেমনি মনের বিকাশ ঘটাতে খেলাধুলার বিকল্প নেই। আমাদের সন্তানদের খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে আমরা সুন্দর একটি অপরাধমুক্ত সমাজ গড়তে পারব। উক্ত ফুটবল টুর্নামেন্টে গাউসুল আযম মহাবিদ্যালয়সহ ৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ নেন দোলা ফুটবল একাদশ বনাম ইয়াং টাইগার্স। এছাড়া অন্যান্য দল হিসেবে টুর্নামেন্টে খেলবে শেখপুরা টাইগার্স দল, আমিন স্পোর্টস, ভাই ব্রাদার্স একাদশ, হাবিপ্রবি দল, নিউ টাউন ২ নং দল। টুর্নামেন্টের আহবায়ক মোঃ সাজেদুর রহমান বলেন, এ খেলা প্রতি বছর যাতে কলেজের মাঠে অনুষ্ঠিত হয় সে জন্য আমরা এলাকাবাসী প্রধান অতিথি ’র হস্তক্ষেপ কামনা করছি। খেলা পরিচালনা করেন রেফারী সুজিত কুমার রায়। খেলার ধারাবাহিক বর্ণনা করেন রাজু হোসেন।



from BDJAHAN https://ift.tt/2I2hSrK
via IFTTT
Next Post Previous Post