পানগুছি নদীতে সেতু নির্মানের স্থান পরিদর্শনে কুয়েত প্রতিনিধি দল

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার : বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে সেতু নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন কুয়েত সরকারের একটি প্রতিনিধি দল।
শুক্রবার দুপুরে কুয়েত ফান্ড ফর আরব ইকোনোমিক ডেভেলপমেন্ট সংস্থার পক্ষে মো. আল হাদীদী, সিনিয়র প্রকৌশল উপদেষ্টা হাসান মুদাল্লাল, মাহমুদ আলী আল এরিয়ানী ও সহকারি আইন উপদেষ্ঠা তাহের আল খাতীব সেতু স্থল পরিদর্শন করেন। এ সময় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা )আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন কুয়েত প্রতিনিধি দলের সাথে ছিলেন।
এ ছাড়াও বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহকারি প্রধান এসএম হাসান, বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, মোরেলগঞ্জ পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, চেয়ারম্যান মাহমুদ আলী উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এসএম হাসান বলেন, পানগুছি নদীতে ১৪শ’ মিটার দীর্ঘ সেতু নির্মান করতে কুয়েত সরকারের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। ৩৭০ কোটি টাকা ব্যয়ে এ সেতুটি নির্মানে কুয়েত সরকার বিনিয়োগ করবে।
প্রসংগত, ২০১৭ সালের ২৮ মার্চ এ নদীতে যাত্রীবাহি ট্রলার ডুবে মোরেলগঞ্জ, শরণখোলা ও ইন্দুরকানি উপজেলার ১৯ জনের প্রানহানি ঘটে। ওই ঘটনার পর থেকে পানগুছি নদীতে সেতু নির্মানের জন্য জোর দাবি ওঠে এলাকাবাসির তরফ থেকে।



from BDJAHAN https://ift.tt/2NDqPs5
via IFTTT
Next Post Previous Post