নন্দীগ্রামে ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়িসহফসলের ব্যাপক ক্ষতিসাধন
জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বুধবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত নন্দীগ্রামে ঝড় ও শিলাবৃষ্টি হয়। এতে উপজেলার রণবাঘা, মথুরাপুর, দাঁতমানিকা, হাটলাল, ইউসুবপুর, বিজয়ঘট, তেঘর, কৈডালা, গোছন, ভাদুম ও ডেরাহার গ্রামসহ বিভিন্ন গ্রামে ঘরবাড়ি এবং মাঠের ইরি-বোরো ফসলী জমির ব্যাপক ক্ষতিসাধন হয়। গোছন গ্রামের সিরাজুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুর রশিদ, ফজলুর রহমান, ভাদুম গ্রামের আজিজার রহমান, আনোয়ার হোসেন, আসকান আলী, শাহিনুর রহমান, রেজাউল করিম, ডেরাহার গ্রামের আব্দুল গফুর ও মঞ্জু মিঞা জানিয়েছে, ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। উপজেলা কৃষি অফিসার মশিদুল হক জানিয়েছে, এ ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের তেমন ক্ষতির সম্ভাবনা নেই। আবহাওয়া ঠিক হয়ে গেলে ফসলী জমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
from BDJAHAN https://ift.tt/2EE62Cc
via IFTTT