যশোরের বেনাপোল সীমান্তে গাঁজাসহ আটক ১

এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থে‌কে ২ কেজি গাঁজাসহ আকাশ (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
বিজিবি জানায়, মাদক পাচারকারীরা ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে সাদিপুর গ্রামের একটি বাগানে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় দুই কেজি গাঁজাসহ আকাশকে আটক করা হয়।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মনির হোসেন জানান, আটক মাদকপাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।



from BDJAHAN http://bit.ly/2S12h1T
via IFTTT
Next Post Previous Post