ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় ২ জন নিহত

আরিফ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ২৯ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁও পৌরসভার ইসলামবাগ এলাকার মুসলিমের ছেলে মফিজুর রহমান (৪৭) ও ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কিয়ারিগাঁও গ্রামের পরেশ বর্মন (৫৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে করে বীরগঞ্জ যাচ্ছিলেন ওই দুই আরোহী। পথে ২৯ মাইল নামক স্থানে দুইটি ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



from BDJAHAN http://bit.ly/2UysUYH
via IFTTT
Next Post Previous Post