এখন ট্রেনের টিকেট কাটতে হলে দিতে হবে “মবাইল নম্বর ও এন আইডি”
প্রথমবারের মতো ট্রেনের টিকিটে নতুন সংযোজন আনছে বাংলাদেশ রেলওয়ে। এখন টিকিট কাটতে হলে দিতে হবে নাম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মসনদ নম্বর। মঙ্গলবার রেলের অনলাইন টিকিট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএনএসবিডি সূত্রে এ তথ্য জানা গেছে।
ট্রেনের টিকিট কাটতে হলে যাত্রীর নাম, মোবাইল নাম্বার, এনআইডি নম্বর অথবা বার্থ-রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিতে হবে। পাইলট প্রকল্পের অংশ হিসেবে সোনার বাংলা ট্রেনের ১৫ ভাগ টিকিটে এই পদ্ধতি চালু করা হয়েছে। মাস তিনেকের মধ্যে সব ট্রেনে এটি চালু করতে চায় বাংলাদেশ রেলওয়ে। টিকিটের কালোবাজারি রোধ করতে এমন উদ্যোগ নেয়া হচ্ছে।
The post এখন ট্রেনের টিকেট কাটতে হলে দিতে হবে “মবাইল নম্বর ও এন আইডি” appeared first on BD Time.
from BD Time http://bit.ly/2StTnpO
via IFTTT