আত্রাইয়ে বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

মোঃ রুহুল আমীন, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি : সারা দেশের মত নওগাঁর আত্রাইয়ে উপজেলায় বই উৎসবের মধ্যে দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। আনন্দিত শিক্ষার্থীরা।

মঙ্গলবার ১লা জানুয়ারী ২০১৯ দুপুরে শুটকিগাছা কেডি স্কুল ও কলেজ প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিকের সভাপতিত্বে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম।

এর আগে আহসান উল্লাহ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, আত্রাই উচ্চ বিদ্যালয়, আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুল ও কলেজ এবং ভর তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সবার জন্য মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষে সরকারের বিনামূল্যে বই উৎসবের উদ্বোধন করেন ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু , মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম, ওসি আত্রাই থানা মোঃ মোবারক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তারিকুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ রোখছানা আনিছা, সহ-প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রধান শিক্ষক সনৎ কুমার প্রামানিক, মোঃ আবুহেনা মোস্তফা কামাল, মোঃ আজিমুদ্দিন সরদার, সভাপতি আত্রাই প্রেস ক্লাব মোঃ রুহুল আমীন, প্রধান শিক্ষক মোঃ আইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবলু আকন্দ প্রমুখ।



from BDJAHAN http://bit.ly/2QemQCb
via IFTTT
Next Post Previous Post