শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য
মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে সকল ভোটারের উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। তিনি আরো বলেন, ‘নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দিতে পারছেন কি না, সেটা দেখার বিষয়। গতকাল শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। হাইকমিশনার জেলা প্রশাসকের সাথে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে হাইকমিশনার আরো বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা বলতে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছি। অ্যালিসন ব্লেইক বলেন, আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের প্রস্তুতি রয়েছে। নির্বাচনের দিন ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট ঠিকমতো দিতে পারছে কিনা তা নিয়ে জেলা প্রশাসনের সাথে আলাপ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তারা আশাবাদী বলেও মন্তব্য করেন হাইকমিশনার। এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম বলেন, ভোটের পরিবেশ ও প্রস্তুতি নিয়ে আমাদের সাথে কথা হয়েছে। জেলায় ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে তাকে জানানো হয়েছে। বৈঠকে জেলা প্রশাসনের কর্মকর্তা ও ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
from BDJAHAN http://bit.ly/2Vjv143
via IFTTT