এটিএমে টাকা তুলতে গিয়ে লাখপতি ৯৮ জন!

এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন এক ব্যক্তি। মেশিনে কার্ড ঢুকিয়ে ১০০ টাকা তোলার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বেরিয়ে আসে ৫০০ টাকা। এরপর তিনি একাধারে টাকা তুলতে থাকেন। প্রায় ১ লাখ টাকা বের হবার পর তার কার্ডটি আর কাজ করেনি।

গ্রামে গিয়ে সবাইকে এই খবর জানান ওই ব্যক্তি। পরে গ্রামের অন্যরাও কার্ড নিয়ে হাজির হয় ওই এটিএম বুথে। সবার ক্ষেত্রে ঘটে একই ঘটনা। মোট ৯৮ ব্যক্তি এভাবে প্রায় ১ লাখ টাকা করে তুলে নেন। ৩ ঘন্টার মধ্যে এটিএমের টাকা শেষ হয়ে যায়।

শুক্রবার ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটেছে। টাকা ফুরিয়ে যাবার পর ব্যাংকে খবর জানানো হয়। পরে ব্যাংক কর্মকর্তারা এসে দেখতে পান বুথে কোনো টাকা নেই। তারা তথ্য যাচাই করে দেখেন মোট ৯৮জন টাকা তুলেছে।ব্যাংক কর্মকর্তারা জানান, ওই এটিএম বুথে ১০০ টাকার বক্স (ক্যাসেট) না ঢুকিয়ে ভুল করে ৫০০ টাকা ক্যাসেট ঢুকিয়ে ফেলেছিলেন। ফলে বুথে সব ৫০০ টাকার নোটই ছিল। এখন খোয়া যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা করছেন ব্যাংক কর্মকর্তা।

সূত্র: জিনিউজ।

The post এটিএমে টাকা তুলতে গিয়ে লাখপতি ৯৮ জন! appeared first on BD Time.



from BD Time http://bit.ly/2EVocQ2
via IFTTT
Next Post Previous Post