বিরামপুরের যমুনা নদী থেকে পরিত্যাক্ত গ্রের্নেড উদ্ধার
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : দিনাজপুরের বিরামপুরে শাখা যমুনা নদী থেকে বালু উত্তোলোনের সময় ১৯৬৮ মালের একটি পরিতাক্ত গ্রের্নেড উদ্ধার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার সকালে উপজেলার শৈলান গ্রাম থেকে গ্রের্নেডটি উদ্ধার করা হয়।গ্রের্নেড উদ্ধার হওয়া পরিবহনের চালক রিপন জানান,রিয়া পরিবহন নামের একটি বালুভর্তি মেসি(ট্রাক্টর) রামচন্দ্রপুর ঘাট থেকে শৈলান গ্রামে আনা হয়। মেসি (ট্রাক্টর) থেকে বালু নামানোর সময় গ্রের্নেডটি দেখতে পাই। পরে মেসির (ট্রাক্টর) এর মালিক মাবুদকে বিষয়টি জানালে তিনি থানা পুলিশকে অবহিত করেন।বিরামপুর থানার উপ-পরিদর্শক মাজিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার শৈলান গ্রাম থেকে মাবুদ নামের এক ব্যক্তি মোবাইল ফোনে গ্রের্নেডটির বিষয়ে অবগত করেন। পরে পুলিশ গিয়ে সেখান থেকে গ্রের্নেডটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় আনা হয়।তিনি আরো জানান, গ্রের্নেডটির গায়ে ১৯৬৮ সাল খোদায় করা আছে। এটি থেকে ধারণা হচ্ছে ১৯৭১ সালের যুদ্ধের আগের সময়কার অব্যবহারিত একটি গ্রের্নেড।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান গ্রের্নেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
from BDJAHAN http://bit.ly/2EWApF8
via IFTTT