ছাগলে বেগুনের গাছ খাওয়াকে কেন্দ্র করে নবাবগঞ্জে ১ জনকে পিটিয়ে হত্যা গুরুতর আহত ১

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : ২৬ শে ডিসেম্বর সকালে দিনাজপুরের নবাবগঞ্জে পল্লীতে ছাগলে বেগুনের গাছ খাওয়াকে কেন্দ্র করে ১ জনকে পিটিয়ে হত্যা ও ১ জনকে গুরুতর আহত করার অপরাধে থানায় মামলার প্রস্তুতি চলছে। ৮নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তানভির আহমেদ রহিম বাদশা জানান, কড়াইবাড়ি (সৈয়দপুর) গ্রামের লাভলু মিয়ার বেগুন খেতে একই গ্রামের মৃত আবুল মিয়ার পুত্র মকবুল হোসেন (৫৫) এর ছাগল বেগুন গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের বুধবার সকালে মারামারি সৃষ্টি হয়। এ ঘটনায় লাভলু মিয়ার লোকজনেরা বাড়ি থেকে মকবুল হোসেন ও তার ছেলে এরশাদুল ইসলামকে ডেকে নিয়ে এসে লাঠি দিয়ে বেধম মারপিট করে। এক পর্যায়ে মকবুল হোসেন (৫৫) ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। অন্যদিকে তার ছেলে এরশাদুলকেও এলপাতাড়ি মারপিট করলে সে ঘটনাস্থলে সংজ্ঞা হারিয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা এরশাদুলকে নবাবগঞ্জ সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি করায়। থানায় সংবাদ দিলে অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সামসুল আলম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মকবুলের মরাদেহ থানায় নিয়ে আসেন। এ ঘটনায় মকবুল হোসেনর ছেলে শফিকুল ইসলাম বাদি হয়ে লাভলু সহ তার অনুসারীদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সামসুল আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে পোস্ট মর্ডাম রিপোর্ট আসলেই মকবুল হোসেনের মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। প্রদীপ কুমার চন্দ্রসহ এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন । ইউপি চেয়ারম্যন তানভির আহমেদ রহিম বাদশা জানান, এ ঘটনায় প্রকৃত অপরাধীরাই যেন আইনে কাঠগড়ায় দাড়ায়। এ দাবি তার।



from BDJAHAN http://bit.ly/2ESaL3t
via IFTTT
Next Post Previous Post