নৌকাকে সমর্থন করে মনোনয়ন প্রত্যাহার করলেন জাপা প্রার্থী
এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি : যশোর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম। শুক্রবার দুপুরে যশোর শহরের কাজীপাড়ায় কাজী নাবিল আহমেদের বাসভবনে তার হাতে ফুল দিয়ে নিজের সমর্থন জানান লাঙ্গলের প্রার্থী জাহাঙ্গীর আলম। এসময় জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানিয়ে কাজী নাবিল আহমেদ বলেন, ‘জাতীয় পার্টি মহাজোটের অন্তর্ভুক্ত দল। তারা সবসময় জোটের সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।’
যশোর-৩ আসনে নৌকা প্রতীকে কাজী নাবিল আহমেদকে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম বলেন, ‘কোনও চাপ বা হুমকিতে নয়, মহাজোট প্রার্থীকে যশোর সদরে সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে আমরা কাজী নাবিল আহমেদকে সমর্থন জানিয়েছি। আশা করি, নৌকা মার্কা যশোরে সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে। আমরা কাজী নাবিলের পক্ষে কাজ করবো।’
from BDJAHAN http://bit.ly/2SpXQKf
via IFTTT