পেপে দিয়ে যেভাবে ত্বক উজ্জ্বল করবেন।
ফলের মধ্যে সহজলভ্য ও সাশ্রয়ী ফল হচ্ছে পেঁপে। শরীরের উপকারে খাদ্য হিসেবে যেমন পেঁপের নানা গুন তেমনি রূপচর্চায় পেঁপের ভূমিকা অনেক। সহজলভ্য এমন একটি ফল যা আপনার ত্বকের অনেক কঠিন সমস্যার সমাধান করে। পেঁপে ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। প্রাচীন কাল থেকেই নারীরা তাদের রূপচর্চায় পেঁপে ব্যবহার করে আসছে। আজ তাহলে জেনে নিন রূপচর্চায় পেঁপের অসাধারণ কিছু ব্যবহার:
১. রুক্ষ ত্বকের রুক্ষতা দূর করতে পেঁপে অনেক কার্যকর। পেঁপে ত্বক কোমল করে নরম করে তোলে।
২. পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ‘এ’ যা ত্বকের মৃত কোষ দূর করে কোষগুলো পুনরায় সজীব করে তোলে।
৩. ব্রণ দূর করতে পেঁপের জুড়ি নেই। কাঁচা পেঁপে ব্লেন্ড করে মুখে লাগালে ব্রণ ওঠা কমে যায় এছাড়াও ব্রণের দাগও দূর হয়।
৪. পেঁপে ত্বক মসৃণ করতেও কার্যকর। পেঁপে পায়ের গোড়ালির ফাটা দাগ দূর করতেও সাহায্য করে।
৫. শুধু পেঁপে নয় পেঁপের খোসাও রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। পেঁপের খোসা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। ত্বকে, হাত পায়ের কালো অংশে পেঁপে ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়।
৬. পেঁপে ত্বককে ভেতর থেকে মশ্চারাইজ করে। নিয়মিত পেঁপের ব্যবহার ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।
৭. ত্বকের বলিরেখা দূর করে পেঁপে। নিয়মিত পেঁপের ব্যবহার আপনার ত্বকের বয়সের ছাপ দূর করবে।
৮. ড্রাই স্কিনের জন্য পেঁপে অনেক উপকারি। শুষ্ক ত্বকে পেঁপের সঙ্গে মধু মিশিয়ে লাগালে ত্বকের শুষ্কতা দূর হয়।
৯. পেঁপে ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে। মিষ্টি পাকা পেঁপেতে ভিটামিন ‘এ এবং পাপেইন এনজাইম থাকে যা ত্বকের চামড়া শুকিয়ে যাওয়া থেকে রোধ করে। পেঁপে ত্বকে প্রচুর পরিমাণে প্রোটিন প্রদান করে থাকে।
১০. শুধু ত্বক নয় চুলের যত্নেও পেঁপের রয়েছে বহুগুন৷ চুলের খুশকি দূর করতে পেঁপের রস লাগালে সহজেই কাজ করে।
১১. পাকা পেঁপেতে মিনারেল, ভিটামিন এবং এনজাইমে ভরপুর। যা চুলে মাখলে, প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। চুলকে উজ্জ্বল আর মসৃণ করে তোলে। ত্বকের পাশাপাশি চুলের রুক্ষতা দূর করে।
১২. পেঁপে চুল পড়া রোধেও সাহায্য করে থাকে। পাশাপাশি চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।
The post পেপে দিয়ে যেভাবে ত্বক উজ্জ্বল করবেন। appeared first on BD Time.
from BD Time http://bit.ly/2EQplcM
via IFTTT