শারীরিক প্রতিবন্ধী হয়েও হার মানেনি তারা
নাজিম হাসান,রাজশাহী প্রতিরিধি : এবার রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৪৩ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে একজন অকৃতকার্য হয়। আর বাকি ৪২জন উত্তীর্ণ হয়েছে।শারীরিক প্রতিবন্ধিকতা দমাতে পারেনি ওদের। প্রতিবন্ধকতা সত্বেও সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে ওরা ৪৩ জন। ২০১৮ সালে ৪৩ জন জুনিয়র স্কুল সাটির্ফিকেট পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ড থেকে অংশগ্রহণ করেন তারা। সোমবার দুপুরে বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক জানান, এবার রাজশাহী শিক্ষাবোর্ডের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেন। এবং মাত্র একজন অকৃতকার্য হয়েছে। আর বাকি সবাই ভালো ফলাফল অর্জন করেছেন।কৃতকার্যরা হলেন, মরিয়ম আক্তার, আফিয়া জান্নাত অনন্যা, পার্থ প্রতীম, ইউসুফ, মারুফ সাদাত, টুটুল হাসান, দেলোওয়ার হোসাইন, রাজু ইসলাম, মানিক, মুনিরা বানু, হাসি বানু, বাপ্পি চৌধুরী দে, রবিউল ইসলাম, আব্দুল্লাহ মিয়া, আমিরুল ইসলাম, লুকমান হোসাইন, আলামিন, রাসেল আহমেদ, মাসুদ রানা, শাহিন আলম, মোশাররফ হোসাইন, কাউসার ইসলাম, আব্দুস সবুর, হযরত আলী, সালমা খাতুন, মেহরাব হোসেন অপি, আলফাজ, স্বপ্নিল, সাবরিন আক্তার রিতু, রসিদ আবিদ প্লাবন, মারিয়া ইসলাম, রিসাত শাহরিয়ার রিফা, মাহমদুল আলম, খাইরুল ইসলাম রাতুল, আবিদা মেহনাজ, গোলাম মোস্তফা, শাহরিয়ার ইকবাল, জারিন তাসনিম মনি, ফাহিম রেজা, মাসুদুর রহমান ও হাফিজা খাতুন। এদের মধ্যে জিপিএ-৫ দু’জন এবং ১৭ জন জিপিএ-৪ পেয়েছেন। অন্যান্যরা বিভিন্ন রেজাল্ট করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।উল্লেখ্য,জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ। গতবারের চেয়ে এবার জেএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা কমেছে। গত বছর রাজশাহী বোর্ডের পাশের হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ। সোমবার বেলা সোয়া ১২টার দিকে রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
from BDJAHAN http://bit.ly/2SfmRrq
via IFTTT