যশোর-১ আসনে মাঠে সরগরম নৌকা, ঠান্ডায় জমে রয়েছে ধানের শীষসহ অন্য দল গুলো

এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি : যশোর৮৫-১ (শার্শা) আসনে মাঠে সরব নৌকা, ধানের শীষ প্রচারণায় তেমন নেই। একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে (শার্শা) সংসদীয় আসনে প্রচারণায় নৌকার প্রার্থী মাঠে সরগরম থাকলেও তেমনটা আনাগোনা চোঁখে পড়ছে না ধানের শীষ মনোনীত প্রার্থীর প্রচারণা। এ আসনটিতে মোট ৪ জন প্রতিদ্বন্দ্বী থাকলেও মূলত প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মাঠে আছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দুইবারে যশোর ৮৫-১ শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং বিএনপির মনোনীতপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এছাড়া অন্য যে দুই প্রার্থী আছেন তারা হলেন-হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ বখতিয়ার রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির সাজেদুর রহমান ডাবলু। এদিকে বরাবরই আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটিতে আবারো নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিনের বিজয়ী হওয়ার সম্ভবনার কথা বলছেন দলের তৃনমূল নেতাকর্মীরা ও ভোটাররা। সাধারণ ভোটারদের ভাবনা এ আসনে মূলত লড়াই হবে দেশের বড় দুই রাজনৈতিক দলের প্রার্থী নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে। আওয়ামীলীগের প্রার্থী দিনরাত সমানে শার্শার প্রত্যেক ইউনিয়নে গিযে জনসংযোগ করলেও প্রতিপক্ষ বিএনপি প্রার্থীর জনসংযোগ এখন পর্যন্ত চোখে পড়েনি। রাস্তাঘাট, দোকানপাট সব জায়গায় নৌকার প্রার্থীর পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। এছাড়া নৌকা প্রতীকের পক্ষে উপজেলা জুড়ে চলছে মাইকিং প্রচারণা। কিন্তু বিএনপি প্রার্থী তৃপ্তি সহ অন্যান্য দলের প্রার্থীদের মাইকিং তো দূরে থাক, কোন পোস্টার, ব্যানার ফেস্টুনও চোখে পড়েনি। নির্বাচনের বিষয়ে সাধারণ ভোটাররা বলেন, এবারে দু বড় রাজনৈতিক দল বিএনপি ও অাওয়ামীলীগ হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন। তারা অাশাবাদী করছে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নিজের মূল্যেবান ভোটটি যেনো তাদের পছন্দীয় প্রার্থীকে দিতে পারে। তাই সকল প্রশাসনের কাছে সহযোগিতায় চেয়েছেন।



from BDJAHAN http://bit.ly/2AgU9ze
via IFTTT
Next Post Previous Post