ভারতে নারী নির্যাতনের বিরুদ্ধে নতুন সাজা, ছোট বড় সবার একি শাস্তি।

যৌন নির্যাতনকারী নাবালক হলেও ফাঁসির সাজা। যৌন নির্যাতন বিরোধী আইন আরো কড়া করছে কেন্দ্র। পক্সো আইনে (প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট) বেশ কয়েকটি সংশোধনের সুপারিশ করল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। যৌন নির্যাতনের শাস্তি হিসেবে কোনো নাবালক দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির সুপারিশ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। শুক্রবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, পক্সো আইনে একাধিক সংশোধন আনার সুপারিশ করেছে মন্ত্রিসভা। নাবালকের বিরুদ্ধে যৌন নির্যাতনের শাস্তি আরো কড়া করা হচ্ছে। যৌন নির্যাতন কমাতেই আইন আরো কড়া করা হচ্ছে।

এদিন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, পক্সো আইনের ৪, ৫ ও ৬ নম্বর ধারা সংশোধন করা হচ্ছে। যৌন নির্যাতনে অভিযুক্ত নাবালকের ফাঁসি পর্যন্ত হতে পারে। একই সঙ্গে চাইল্ড পর্নোগ্রাফি রুখতেও পক্সো আইনে কড়া শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। নির্ভয়াকাণ্ডের পরেই ধর্ষণের সাজা নিয়ে চর্চা শুরু হয় দেশে। এর পরে কড়া হয় আইন। কিন্তু নির্ভায়াকাণ্ডের ৬ বছর পরেও ধর্ষণ বা যৌন নির্যাতনের ঘটনা কমেনি। সে সব রুখতেই নতুন আইন চায় কেন্দ্র। এবার সেই সংশোধনী সংসদে পেশ করা হবে।

The post ভারতে নারী নির্যাতনের বিরুদ্ধে নতুন সাজা, ছোট বড় সবার একি শাস্তি। appeared first on BD Time.



from BD Time http://bit.ly/2AillOk
via IFTTT
Next Post Previous Post