কাব্য বিলাস নতুন বছরে নিয়ে আসছে ‘আলো’

বিশেষ প্রতিনিধি : দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস তাদের ৮০ তম প্রযোজনা ‘আলো’ নাটক নিয়ে নতুন বছরে দর্শকদের সামনে হাজির হচ্ছে। বর্তমানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর সদস্যরা রাজধানীর কাওলায় নিজস্ব মহড়া কক্ষে নাটকটি নিয়ে ব্যস্ত সময় পার করছে। রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় এ নাটকে উঠে এসেছে গ্রাম বাংলার চিত্র। অপসংস্কৃতি থেকে কি ভাবে দেশের কৃষ্টি ও কলা রক্ষা করা যায় তা নিয়ে ভিন্ন ভাবে গড়ে ওঠা না গল্পে গ্রামের বাংলার বাউলদের জীবন-চিত্র ফুটে উঠেছে। নতুন বছরের শুরুতেই আলো নাটকটি বাংলাদেশ টেলিভিশনে চিত্রায়ণ হবে। নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, রিজন, শৈলী, হৃদয়, নাঈম, আশরাফ, অন্তর, রাসেল, সজীব, চাঁদনী, মেহেদী, শরিফ, মাসুদ রানা, মুনা সহ আরো অনেকে। উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১২ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।



from BDJAHAN http://bit.ly/2RjC5ON
via IFTTT
Next Post Previous Post