শিবগঞ্জের পিরব ইউনিয়ন মহাজোটের উদ্যোগে নির্বাচনী জন সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি : ২৪ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সিহালী উচ্চ বিদ্যালয় মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মহাজোট মনোনীত লাঙ্গল মার্কার পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বগুড়া জেলা পরিষদ সদস্য আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক ইমদাদ,  আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মকুল, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও পিরব ইউপির সাবেক চেয়ারম্যান মহাতাব উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক শামীম, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি পিন্টু, আওয়ামী লীগেরর সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী ইউনিয়ন যুব সংহতির সদস্য সচিব মেহেদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন মহাজোটের নেতৃবৃন্দু।


from BDJAHAN http://bit.ly/2Q0NHl0
via IFTTT
Next Post Previous Post