(এইমাত্র) নাম্বারসহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ প্রকাশ হয়েছে, এখানে ক্লিক করে বিস্তারিত দেখুন
#এইমতর #নমবরসহ #এইচএসস #পরকষর #রজলট #২০২২ #পরকশ #হযছ #এখন #কলক #কর #বসতরত #দখন
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো। তোমরা কি অধীনে এইচএসসি 2021 সালের রেজাল্ট জানতে চাও? তাহলে নিচের পোস্টটি মনোযোগ সহকারে পড়ো।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল 13 ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।উক্ত দিনে ঢাকা, , সিলেট, বরিশাল, যশোর ইত্যাদি সকল বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে। তোমরা চাইলে ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখে নিতে পারবে।
আজকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব।তাই মনোযোগ সহকারে পোস্টটি পড়ো। অধীন সম্পূর্ণ হয়েছে এইচএসসি পরীক্ষা।পরীক্ষার রেজাল্ট 13 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে
এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ প্রকাশ
তোমাদের সকল ফলাফল দেখে নিতে পারবে। অথবা ফোনে এসএমএস এর মাধ্যমেও তোমরা ফলাফল জানতে পারবে।আমরা আমাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যাতে তোমরা খুব সহজে ঘরে বসেই ফলাফল জানতে পারো।
13 ফেব্রুয়ারি 2021 সালে সকল বোর্ডের রেজাল্ট প্রকাশ করা হবে। তারই ফলশ্রুতিতে রেজাল্ট 13 ই ফেব্রুয়ারি 2022 সালে প্রকাশ করা হবে। তোমরা যেকোনো বোর্ডের অধীনেই পরীক্ষা দিয়ে থাকো না কেন, তোমরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ফোন
অথবা কম্পিউটার ব্যবহার করে তোমাদের নিজস্ব ফলাফল দেখে নিতে পারবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট www.educationbd.com। উক্ত এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমারা
তোমাদের এইচএসসির ফলাফল টি দেখে নিতে পারবে। এক্ষেত্রে ফলাফল জানার কিছু প্রক্রিয়া রয়েছে তা নিচে উল্লেখ করা হয়েছে । প্রথমে ওয়েবসাইটটিতে লগইন করতে হবে। লগইন করার প্রক্রিয়া হলো, তোমাদের নিজস্ব এইচএসসি এর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার মনে রাখতে হবে।
কেননা এইচএসসি রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের ফলাফল জানতে পারবে। এবং তোমাদের পাশের সাল সিলেক্ট করে ভেরিফিকেশন জায়গাটিতে 2 + 2 = 4 এভাবে উল্লেখ করতে হবে। পরবর্তীতে তোমাদের সাবমিট করতে হবে।
এছাড়া তোমরা চাইলে মোবাইলে এসএমএস এর মাধ্যমেও এইচএসসির ফলাফল জানতে পারবে। সেজন্য তোমাদেরকে মোবাইলের মেসেজ অপশনে যেয়ে HSC (SPACE) BOARD (SPACE) ROLL (SPACE) YEAR লিখে পাঠিয়ে দিতে হবে
16222 নাম্বারে। এভাবে এসএমএস পাঠিয়ে আপনারা ফলাফল জানতে পারবেন। এসএমএস পাঠানোর প্রক্রিয়াটি আমাদের ওয়েবসাইটে আরো বিস্তারিত দেওয়া আছে।
Stay energetic and updated with the AllEducationConsequence.Com family to get all the particulars about Education and Job. Like our Facebook net web page to get all the updates and be a part of our Facebook group.