কলেজ ভর্তির জন্য যে কাগজপত্র দরকার
#কলজ #ভরতর #জনয #য #কগজপতর #দরকর
সাইজের নিজের ছবি ২। মার্কশিট,এই মার্কশিট অধিকাংশ স্কুলে চলে এসেছে,তাই তোমরা স্কুলে যোগাযোগ করলে তা স্কুল তোমাদের দিয়ে দেবে। মার্কশিট এর
৩টা ফটোকপি করবে এবং তা সত্যায়িত করে নেবে। ৩। স্কুল থেকে দেওয়া প্রশংসা পত্র। (এটির জন্য স্কুল তোমাদের থেকে আনুমানিক ১০০/২০০/৩০০/৫০০টাকা চার্জ করবে).
কলেজে ভর্তি হতে কি কি প্রয়োজন ২০২২
বিঃদ্রঃ অনেকের স্কুলে মার্কশিট আসবে না। সে ক্ষেত্রে তোমরা অনলাইন থেকে মার্কশিট ডাউনলোড দিয়ে (রঙ্গিন কপি) তা প্রিন্ট করে নিতে পারো।
এই তিনটি জিনিসই মূলত ভর্তি হতে কলেজগুলো চাইবে। এখন অনেকের কমন প্রশ্ন এই যে ভাইয়া নিশ্চায়ন কপি, এডমিট কার্ড ইত্যাদি কি কলেজ চাইবে না?
এর উত্তর হলো এধিকাংশ কলেজ এগুলো চায় না। আর তোমাদের কাছে কলেজ নিশ্চায়ন এর কপি কেন কলেজ চাইবে? কলেজগুলো এরই মাঝে সব কিছু
একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে
বোর্ড থেকে পেয়ে গিয়েছে যে কারা কোন কলেজে ভর্তি নিশ্চায়ন করেছে। এখন অনেক কলেজ আছে যেগুলো এটি চাইতে পারে। তাই তোমরা চাইলে যে যেই কলেজ পেয়েছো,
Click: Documents Required for College Admission 2022
সেই কলেজের নিশ্চায়নে এর প্রিন্ট কপি নিজেদের সাথে রাখতে পারো। আরো যা যা সাথে রাখতে পারো সেগুলো হলো – ১। এসএসসি রেজিষ্টেশন কাড ও
প্রবেশপত্র এর শুধু ফটোকপি ২ টি। ২। অনলাইনে কলেজ মনোনয়ন(ফলাফলের). ফরম প্রিন্ট কপি ১ টি ( অনলাইন থেকে প্রিন্ট করে নিতে হবে) ৩। অনলাইন
একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি লাগে
নিশ্চায়নের কপি ১ টি ( অনলাইনে পাওয়া যাবে) ৪। নিজের জন্মনিবন্ধন জন্ম সনদ এর ফটোকপি ১টি। ৫। অভিভাবকের ১ কপি ছবি ও ভোটার আইডি কাড এর ফটোকপি।
Download: HSC Admission 2022 Circular
বিশেষ দ্রষ্টব্যঃ কলেজ অনুযায়ী ভর্তির জন্য এসব জিনিসের রিকোয়ারমেন্ট ভ্যারি করে। তাই যে যেই কলেজ পেয়েছো আগেই সেই কলেজে জেনে নেবে কলেজ ভর্তি হতে কি কি চায়।
একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কাগজপত্র লাগবে
একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম
Stay vigorous and updated with the family to get all the particulars about Education and Job. Like our Facebook internet web page to get all the updates and be a part of our Facebook group.