পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন – ব্যাখ্যা করো।

আপনারা জানেন ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে। প্রতিবারের মতো এবারও আমরা সবার আগে প্রতিটি প্রশ্নপত্রের সমাধান প্রকাশ করেছি আমাদের ওয়েবসাইটে। এর আগের আর্টিকেলে আমরা চাঁদে কেন মানুষের ওজন কমে যায় তার কারণ ব্যাখ্যা করেছি।

Download 2

অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্ন হলো- পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন? অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ সবচেয়ে বেশি হয়। কিছু বিষয়ের উপর নির্ভর করে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, নিম্নে ব্যাখ্যা করা হলো-

বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ ও বস্তুর ওজনShahriar1 Page 001

আরো কিছু প্রশ্ন

একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও। এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। এবার নিচের কাজগুলো করো।

১/ গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো।

২/ কিছুটা তীর্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো।

৩/ গ্লাসে যে পর্যন্ত পানি আছে তাই একটু নিচ থেকে দেখার চেষ্টা করো।

তিনটি ক্ষেত্রে কি ঘটছে ও কেন ঘটছে ব্যাখ্যা করো।

Next Post Previous Post