জন্ম নিবন্ধন যাচাই ও অনলাইনে আবেদন প্রক্রিয়া
জন্ম নিবন্ধন যাচাই ও অনলাইনে আবেদন প্রক্রিয়া
#জনম #নবনধন #যচই #ও #অনলইন #আবদন #পরকরয়
জন্ম নিবন্ধন যাচাই বাংলাদেশ জন্ম ও মৃত্যু আইন 2004 সালে প্রণয়ন করা হয় এবং শিশু অধিকার আইন 3 এ জুন 2006 থেকে কার্যকর করা হয়। প্রাত্যহিক জীবনে জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকারি কর্ম ক্ষেত্রে কাজ করতে গেলে যেমন একটি শিশুর স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে শিশুদের সব সুযোগ-সুবিধাগুলো পায় সেগুলোতে জন্মনিবন্ধনের প্রয়োজন অতি গুরুত্বপূর্ণ।জন্ম সনদ যাচাই করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
জন্ম নিবন্ধন হলো শিশু বা ব্যক্তির পরিচয় । শিশুর জন্ম গ্রহণের পরে নাম ও পরিচয় সরকারি খাতায় যুক্ত করাই হচ্ছে জন্ম নিবন্ধন । এতে শিশু বা ব্যক্তির পিতা ও মাতার নাম , জন্ম স্থান, জন্ম তারিখ, লিঙ্গ, জাতীয়তা সকল বিষয়গুলো সরকারি নিবন্ধন কর্তৃক রেজিস্টারে লেখা বা জন্ম সনদ প্রদান করা। এসকল তথ্যগুলোকে আমরা জন্ম সনদ বলে থাকি।যদি জন্ম সনদ যাচাই করে না থাকেন অবশ্যই জন্ম সনদ যাচাই করে নিন।
প্রাত্যহিক জন্ম নিবন্ধন যাচাই এর প্রয়োজনীয়তা
- শিক্ষা ক্ষেত্রে ভর্তিতে
- পাসপোর্ট তৈরিতে
- বিবাহ রেজিস্ট্রার এর সময়
- বিভিন্ন ধরনের লাইসেন্স তৈরিতে
- সরকারি তালিকা তৈরি
- ব্যাংক একাউন্ট খোলার
- সরকারি ও বেসরকারি চাকরি নিয়োগে
- জমি কাজে
- বিভিন্ন ধরনের ৎসংযোগ তৈরির কাজে (গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ)
- বিভিন্ন ধরনের নকশা অনুমোদনে (বাড়ি)
জন্ম সনদ তুলতে প্রয়োজনীয় কাগজপত্র
একটি শিশু জন্মের ১ মাস ১৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন যাচাই করিলে: শিশুর জন্মস্থান চিকিৎসা কেন্দ্র এর ছাড়পত্র বা জন্ম তারিখ সংক্রান্ত সনদের সত্যায়িত ।একটি শিশু জন্মের পাঁচ বছর পর জন্ম নিবন্ধন যাচাই করিলে:সরকার কর্তৃক (শিক্ষা সমাপনী,জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি/এইচএসসি )বা অনুরুপ পরীক্ষার সনদপত্র।
আপনি যদি শিশুর জন্মের 15 দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন যাচাই না করা হয় তবে নিয়ম মোতাবেক কিছু অর্থ প্রয়োজন হয় সরকারিভাবে 1 থেকে 15 দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন যাচাই করলে কোন ফি লাগেনা তাছাড়া 1 থেকে 15 দিনের মধ্যে একটি শিশুর জন্ম নিবন্ধন যাচাই করে নেওয়া উচিত কারণ একটি শিশু বিকাশের সাথে সাথে সকল বিষয়ে জন্ম নিবন্ধন যাচাই হয়। আর শিশুর জন্মের 15 দিন পার হলে সরকারি ফি ধার্য করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় করোনা টিকা নিবন্ধন
জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়া
আবেদব ফরম
দাখিল করলে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন (অনলাইনে আবেদন করতেক্লিক করুন )
আপনাদের জিজ্ঞাসাকিত প্রশ্ন ও প্রশ্নের উত্তর
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন কপি তোলার নিয়ম
আপনার ব্যক্তিগত প্রয়োজনে চাইলে তাড়াতাড়ি জন্ম সনদের অনলাইন কপি তুলতে পারবেন Online BRIS ওয়েব সাইট এর মাধ্যমে । খুব সহজেই অনলাইন কফি ডাউনলোড করা যায় ।
নিচের এর নিম্নরূপ দেওয়া হলো:
অনলাইন কপি তুলতে এখানে ক্লিক করুন
- প্রথমে আপনার জন্মনিবন্ধনের রেজিস্ট্রেশন নাম্বার দিন
- তারপরে আপনি আপনার জন্মতারিখ -জন্ম মাস- জন্ম সাল বসানো
- তারপরে আপনার কিছু নির্দেশনা বলা হবে যেমন যোগ বা বিয়োগ করতে বলা হবে তার অ্যানসার বসিয়ে সার্চ করুন
উপরোক্ত তথ্য বলি মেনে যে সকল তথ্য প্রয়োজন সে সকল তথ্য দিয়ে আপনি সার্চ দিলেই চলে আসবে অনলাইন কপি তারপর ডাউনলোড করতে পারবেন
জন্ম নিবন্ধন যাচাই ফি
- জন্ম-মৃত্যুর 45 দিনের মধ্যে যদি জন্ম নিবন্ধন যাচাই হয় তাহলে কোন ধরনের ফি ধার্য করা হবে না।
- জন্ম-মৃত্যুর 45 দিন পার হলে 5 বছর পর্যন্ত জন্ম নিবন্ধন যাচাই হলে 25 টাকা ধার্য করা হবে।
- জন্ম-মৃত্যুর 5 বছর পরে জন্ম নিবন্ধন যাচাই করলে 50 টাকা ধার্য করা হবে।
- জন্ম তারিখ সংশোধন করতে চাইলে আবেদন করতে 100 টাকা ধার্য করা হবে।
- তারিখ ব্যতীত পিতা -মাতার নাম ঠিকানা অন্যান্য সকল বিষয় সংশোধনের জন্য আবেদন করলে 50 টাকা ধার্য করা ভোলে হলে।
- বাংলা ইংরেজি ভাষা ও সংশোধনের পর জন্ম নিবন্ধন তুলতে কোন টাকা ধার্য করা হবে না।
- জন্ম সনদের নকল তুলতে 50 টাকা ধার্য করা হবে।
মানুষ নিচের বিষয়গুলো সম্পর্কেও গুগলে সার্চ করে থাকেন
জন্ম নিবন্ধন যাচাই কপি bangladesh
জন্ম নিবন্ধন যাচাই অ্যাপস
জন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন দেখব
জন্ম নিবন্ধন যাচাই চাঁদপুর
পরিশেষে আমরা আশাকরি, আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে আবেদন করতে হয়।আপনারা যদি আমাদের পোস্ট থেকে উপকৃত হয়ে থাকেন তবে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন।