Inter 1st Year Physics Assignment 2021 For HSC 2022 Exam
Inter 1st Year Physics Assignment 2021 For HSC 2022 Exam
#Inter #1st #Year #Physics #Assignment #HSC #Exam
Physics 1st Week HSC Assignment Question & Answer
পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট নম্বর: ১
Fig-1
তুমি 20 ms-1 বেগে একদম খাড়াভাবে একটি 400 gm ভরের ক্রিকেট বল উপরের দিকে ছুড়ে মারলে।
(ক) বলটির বেগ বনাম সময়ের গ্রাফ আঁকো।
(খ) গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত।
(গ) ঐ বিন্দুতে ত্বরণ কত?
(ঘ) ঐখানে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মােট বল কত?
(ঙ) Fig-1 এ 1.5 kg ভরটি একটি টেবিলের উপর স্থির অবস্থানে আছে। 2 kg ভরের আরেকটি ভর একটি অসম্প্রসারণশীল সূতা দিয়ে ঝােলানাে হলাে। টেবিল ও 1.5 kg ভরের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক 0.2
(১) ভরদ্বয়ের ত্বরণ কত? সুতাটি অসম্প্রসারণশীল না হলে তােমার উত্তরের কী পরিবর্তন হতাে?
(২) সূতার টান কত?
(৩) 2 kg ভরের সরণ বনাম সময় গ্রাফ আঁকো?
শিখনফল বা বিষয়বস্তু
১। অবস্থানসময় ও বেগসময় লেখচিত্র বিশ্লেষণ করতে পারবে।
২। পড়ন্ত বস্তুর সূত্র ব্যাখ্যা করতে পারবে।
৩। বলের স্বত্তমূলক ধারণ ব্যাখ্যা করতে পারবে।
HSC Physics Assignment Answer
মূল্যায়র রুবিক্স
সর্বমোট নম্বর: ২০
নিচে প্রশ্ন ও উত্তরের মান অনুযায়ী নম্বর উল্লেখ করা আছে।
ক | পারদর্শিতার মাত্রা বা নম্বর |
প্রয়ােজনীয় উপাত্ত নির্ভুলভাবে নির্ণয়পূর্বক সঠিকভাবে গ্রাফ অঙ্কন | ৪ |
প্রয়ােজনীয় উপাত্ত নির্ভুলভাবে নির্ণয়পূর্বক গ্রাফ অঙ্কন | ৩ |
প্রয়ােজনীয় উপাত্ত নির্ভুলভাবে নির্ণয় না করে গ্রাফ অঙ্কন | ২ |
শুধু ধারনা উপস্থাপন | ১ |
খ | পারদর্শিতার মাত্রা বা নম্বর |
প্রয়োজনীয় তথ্য ও গাণিতিক সূত্রসহ গ্রহণযােগ্য উত্তর (একক সহ) উপস্থাপন | ২ |
গাণিতিক সূত্র উপস্থাপন | ১ |
গ | পারদর্শিতার মাত্রা বা নম্বর |
গাণিতিক সূত্রসহ গ্রহণযােগ্য উত্তর উপস্থাপন | ২ |
গাণিতিক সূত্র উপস্থাপন | ১ |
ঘ | পারদর্শিতার মাত্রা বা নম্বর |
গাণিতিক সূত্রসহ গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন | |
গাণিতিক সূত্র উপস্থাপন |
ঙ – ১ | পারদর্শিতার মাত্রা বা নম্বর |
প্রয়ােজনীয় তথ্য ও গাণিতিক সূত্রসহ গ্রহণযােগ্য উত্তর (একক সহ) নির্ণয় এবং প্রয়ােজনীয় ব্যাখ্যা উপস্থাপন | ৩ |
প্রয়ােজনীয় তথ্য ও গাণিতিক সূত্রসহ গ্রহণযােগ্য উত্তর (একক সহ) নির্ণয় | ২ |
গানিতিক সূত্র উপস্থাপন /ব্যাখ্যা উপস্থাপন | ১ |
ঙ – ২ | পারদর্শিতার মাত্রা বা নম্বর |
সঠিকভাবে গানিতিক সূত্র প্রয়ােগের মাধ্যমে মান নির্ণয় | ৩ |
তথ্য ও গাণিতিক সূত্র উপস্থাপন | ২ |
ধারনা উপস্থাপন | ১ |
ঙ – ৩ | পারদর্শিতার মাত্রা বা নম্বর |
প্রয়ােজনীয় উপাত্ত নির্ভুলভাবে নির্ণয়পূর্বক সঠিকভাবে গ্রাফ | ৪ |
প্রয়ােজনীয় উপাত্ত নির্ভুলভাবে নির্ণয়পূর্বক গ্রাফ অঙ্কন | ৩ |
প্রয়ােজনীয় উপাত্ত নির্ভুলভাবে নির্ণয় না করে গ্রাফ অঙ্কন | ২ |
শুধু ধারনা উপস্থাপন | ১ |