Inter 1st Year Bangla Assignment 2021 For HSC 2022 Exam

Inter 1st Year Bangla Assignment 2021 For HSC 2022 Exam
#Inter #1st #Year #Bangla #Assignment #HSC #Exam

Inter 1st Year Bangla 1st week Assignment 2021 has been revealed For HSC 2022 Exam. So the reply of HSC bangla task 2021 is out there right here. Get Class 11 Bangla task answer beneath. HSC Bangla task.

Bangla 1st Week HSC Assignment Question & Answer

HSC Bangla 1st Week Assignment

বাংলা ১ম পত্র (বিষয় কোড: ১০১) অ্যাসাইনমেন্ট নম্বর: ১

এইচএসসি বাংলা ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

‘অপরিচিতা’ গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ।

নিচে বাংলা প্রথম সপ্তাহের একটি নমুনা এসাইনমেন্ট সমাধান দেওয়া হয়েছে।

শিখনফল বা বিষয়বস্তু

  • নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে।
  • সুযােগ ও সহায়তা প্রদানের মাধ্যমে নারীশিক্ষা ও ক্ষমতায়নে ইতিবাচক মনোভাব প্রদর্শন করবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি)

১. ‘অপরিচিতা’ গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনােভাবের পরিচয়।

২. অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণীর জীবন কেমন হতে পারত, এর বিবরণ ।

৩. বাস্তব অভিজ্ঞতা থেকে চেনা/জানা কোনাে নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলাে নির্দিষ্টভাবে চিহ্নিত করা।

৪. পঠিত গল্প ও চেনা/জানা ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকাগুলাে চিহ্নিত করা।

৫. শব্দপ্রয়ােগ, বাক্যগঠন, বানান, বিরামচিহ্ন যথাযথ রাখা।

কল্যাণীর সংকট এবং তার দৃঢ়চেতা মনােভাব কল্যাণীর সংকট ও মনােভাব তুলে ধরে ব্যাখ্যা করতে পারা কল্যাণীর সংকট ও মনোভাব তুলে ধরতে পারা কল্যাণীর দৃঢ়চেতা মনোভাবের পরিচয় দিতে পারা কল্যাণীর সংকট তুলে ধরতে পারা
অন্যদের ইতিবাচক ভূমিকায় কল্যাণীর সন্ধাবা জীবন প্রত্যাশিত ইতিবাচক আচরণ তুলে ধরে গল্পের নতুন পরিণতি নির্দেশ করতে পারা গল্পের নতুন পরিণতি নির্দেশ করতে পারে প্রত্যাশিত ইতিবাচক আচরণ তুলে ধরে ব্যাখ্যা করতে পারা প্রত্যাশিত ইতিবাচক আচরণ তুলে ধরতে পারা
চেনা/জানা কোনাে নারীর প্রতিবন্ধকতা ৩-৪টি প্রতিবন্ধকতার কারণ ব্যাখ্যাসহ চিহ্নিত করতে পারা ১-২টি প্রতিবন্ধকতার কারণ ব্যাখ্যা সহ চিহ্নিত করতে পারা ৩-৪টি প্রতিবন্ধকতা চিহ্নিত করতে পারা ১-২টি প্রতিবন্ধকতা চিহ্নিত করতে পারা
নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ ৩-৪টি সহায়ক ভূমিকা চিহ্নিত করে ব্যাখ্যা করতে পারা ১-২টি সহায়ক ভূমিকা চিহ্নিত করে ব্যাখ্যা করতে পারা ৩-৪টি সহায়ক ভূমিকা চিহ্নিত করতে পারা ১-২টি সহায়ক ভূমিকা চিহ্নিত করতে পারা
শব্দপ্রয়োগ, বাক্যগঠন, বানান, বিরামচিহ্ন অনধিক ১ থেকে ২টি ভুল হওয়া ৩-৪টি ভুল হওয়া ৫-৬ টি ভুল হওয়া ৭-৮টি কিংবা এর বেশি ভুল হওয়া

Next Post Previous Post