জাফলংয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : বাণীতে নয়, কর্মে করবো মানবতার জয়” এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুন) দিনব্যাপী স্থানীয় সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের কার্যালয়ে উৎসর্গ রক্তদান সংস্থা ও মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ’র যৌথ আয়োজনে এবং সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন’র সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, উৎর্সগ রক্তদান সংস্থা’র সভাপতি তামান্না আক্তার হেনা, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি রুবেল আহমদ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উৎর্সগ রক্তদান সংস্থা’র সাংগঠনিক সম্পাদক বিধান দাস, অর্থ সম্পাদক বদরুল আমিন, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সাবেক সভাপতি মো. সিরাজ মিয়া, হুসাইন ইসহাক, জাফলং পর্যটন কেন্দ্র ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন’র সদস্য মুহিবুর রহমান সুয়েব, মুক্তার হোসেন মান্না, শফি আহমেদ, রবিউল ইসলাম রবি, সুমনা আক্তার, আশরাফ আহমেদ প্রমুখ। কর্মসূচীতে ৪ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।