Class 7 Assignment 2021 Answer 4th, 3rd, 2nd, 1st Week All Subjects

class 7 assignment

If you might be searching for class 7 task, you could find them right here. On our web site, assignments really helpful by the authority of the directorate of secondary and better secondary are revealed commonly. The syllabus of the task was revealed by the involved authority lately. In this text, we are going to information you thru methods to obtain the syllabus of your class 7 task Answer.

Class 7 Assignment 4th Week 2021

The syllabus of the category 7 task is organized properly for the benefit of the scholars. There are a number of topics within the syllabus of the task of sophistication 7. These topics embrace Bangla, English, Math, ICT, and many others.

Class 7 task syllabuses additionally comprises topics equivalent to Physics, Chemistry, Biology, Higher Mathematics, Information and Communication Technology (ICT), Science, Essays, and Geography and atmosphere.

third Week Math Assignment For Class 7

Math is one other necessary topic for college kids of sophistication 7 and additionally it is one other troublesome one. You shouldn’t solely observe the given issues but additionally attempt to perceive them intuitively. Again, to obtain your class 7 task on Math topic Answer, it is advisable click on on the hyperlink right here.

https://i0.wp.com/allbdjobstoday.com/wp-content/uploads/2021/05/1620541397_942_Class-7-Assignment-2021-Answer-4th-3rd-2nd-1st-Week.jpg?w=1220&ssl=1

আ্যাসাইনমেন্ট-১
১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর।

২. একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, তা নির্ণয় কর।

প্রশ্ন-০১: তােমার গণিত বইয়ের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ, প্রস্থের এক তৃতীয়াংশ এবং তােমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে, প্রাপ্ত তথ্যগুলাে ব্যবহার করে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও।

  • (ক) পরিমাপকৃত বাহুগুলাের দ্বারা ত্রিভুজ অংকন কর।।
  • (খ) দেখাও যে, অংকনকৃত ত্রিভুজের কোণগুলাের মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম।
  • (গ) ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে, তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে।

প্রশ্ন: ০২। তােমার ৩০ জন সহপাঠীর উচ্চতা (আসন্ন সেন্টিমিটারের মানে) সংগ্রহ কর এবং তা তােমার খাতায় লিপিবদ্ধ কর।

  • (ক) উপাত্তগুলােকে মানের ক্রমানুসারে সাজাও।
  • (খ) সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় কর।

সংক্ষিপ্ত প্রশ্ন:

  • ১. (- p + 6) এর বর্গ কত?
  • ২. p + Q = 7 এবং p – q = 3 হলে 2(p2+q2) এর মান কত?
  • ৩. 3a2bc, 5ab2d এবং a3cd2 এর ল.সা.গু কত?
  • ৪. x3-25x এবং x2 + 2x -15 এর গ.সা.গু কত?
  • ৫. (a – 3)2 – 2 (a – 3) (a + 3) + (a + 3)2 এর সরল মান কত?
  • ৬. 49×2 + 4y2 এর সাথে কত যােগ করলে যােগফল পূর্ণবর্গ হবে?
  • ৭. x2 – 4xy – 9z2 + 4y2 এর একটি উৎপাদক (x – 2y + 3z) হলে, অপরটি কত?
  • ৮. নিচের কোনগুলাে সঠিক?
  • (i) (2x + 3y) (2x – 3y) = 4×2– 9y2
  • (ii)
  • (iii) (a + b)2+ 4ab = (a – b)2
  • ৯. (x – y)2 = 29 হলে, (x + y)2 এর মান কত?
  • ১০. x2 + 5x – 6 এর উৎপাদকে বিশ্লেষণ কত?
  • ১১. 5 (x – 3) = 10 সমীকরণটির মূল কত?
  • ১২. কোন বিধি অনুযায়ী 2x + 3 = 7x -5 কে 7x – 5 = 2x + 3 লিখা যায়?
  • ১৩. (-1, 3 ) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
  • ১৪. কোনাে বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষ রেখায়?
  • ১৫. কোন সংখ্যা থেকে -6 বিয়ােগ করলে বিয়ােগফল -12 হয়?

Class 7 Assignment Agriculture Education reply

https://i2.wp.com/allbdjobstoday.com/wp-content/uploads/2021/05/1620541397_760_Class-7-Assignment-2021-Answer-4th-3rd-2nd-1st-Week.jpg?w=1220&ssl=1
তাহিরপুর গ্রামের আদর্শ কৃষক রফিক তার বাড়িটি একটি আদর্শ খামারে পরিণত করেছেন। তিনি বাড়ির পাশের জমিতে ধান, গম চাষ করেন। বাড়িতে ফল, শাকসবজি, ভেষজ উদ্ভিদ ও কাষ্ঠল গাছ রােপন করেছেন।

পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ, হাঁস-মুরগি পালন ও গরু-ছাগল লালন-পালন করেন। তােমার দেখা এরূপ একজন কৃষক গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করছেন। নিচের প্রশ্নগুলাের আলােকে উত্তর দাও-

১. পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী?

২. তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে?

৩. তােমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বি করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন?

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: ১

  • (ক) ফসলের মৌসুম বলতে কি বুঝ?
  • (খ) রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী?
  • (গ) মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলাে কী কী?
  • (ঘ) মুরগির খামারে খাদ্য ও পানি কেনাে গুরুত্বপূর্ণ?

২। নির্ধারিত কাজ: কাঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করা।

(ক) বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন?

(খ) একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে?

(গ) কিভাবে সেচের পানি অপচয় হয়?

(ঘ) ২টি সবুজ সারের নাম লিখ;

সৃজনশীল প্রশ্ন: ২.

সিয়াম তার বাড়িতে মরিচ গাছ চাষ করে। মরিচ গাছগুলাে বাড়ার সাথে সাথে গাছের পাতার রঙ বিবর্ণ হয়ে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে। এ অবস্থা দেখে সিয়ামের চাচা পরিমিত মাত্রায় সার প্রয়ােগের পরামর্শ দেন।

Class 7 Assignment Home Science

https://i1.wp.com/allbdjobstoday.com/wp-content/uploads/2021/05/1620541397_526_Class-7-Assignment-2021-Answer-4th-3rd-2nd-1st-Week.jpg?w=1220&ssl=1

বিষয়ের নাম: গার্হস্থ্য বিজ্ঞান, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নং-০১;

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: প্রথম অধ্যায়

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ,

বর্তমান কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে ও বিদ্যালয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব হচ্ছেনা। এই পরিস্থিতিতে অবসর সময়ে আনন্দ পাওয়ার জন্য তুমি বাড়ির আডিনায়/ ছাদে বাগান করার সুযোগ পেলে কী কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিচের ছক ও বিবেচ্যবিষয় অনুসরণ করে একটি ধারণাপত্র তৈরী করো।

বিবেচ্য বিষয়:

১। বাগানে তুমি কি কি গাছ লাগাতে চাও?

২। বাগান করতে তুমি কী কী সম্পদ ব্যবহার করবে?

৩। এ কাজের মাধ্যমে তুমি কীভাবে উপকৃত হবে বলে মনে করছো?

ধাপ করলীয় কাজ
১.পরিকল্পনা
২. সংগঠন
৩. নিয়ন্ত্রণ
৪. মূল্যায়ন

Class 7 Home Science Assignment Answer PDF

প্রশ্ন: ১. প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কীভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি-তা পাঠ্যপুস্তকের আলােকে লিখ।

২. প্রতিবেদন তৈরিকোভিড ১৯ মােকাবিলায় কোন কোন খাদ্য গােষ্ঠী হতে খাবার আমাদের তালিকায় প্রাধান্য পাবে তা বিবেচনা করে তােমার পরিবারের উপযােগী ৭ দিনের একটি তালিকা তৈরি করা।

সংক্ষিপ্ত প্রশ্ন: ৩

ক. ব্যক্তিত্বের সাথে পােশাকের ডিজাইনের সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা কর;
খ. কাপড়ের মাড় দিতে হয় কেন? মাড় প্রয়ােগের ৫টি নিয়ম লিখ;
গ. পশমি বস্ত্র ধৌতকরণে তুমি কী ধরণের সর্তকতা অবলম্বন করবে;

Assignment Class 7 English 2nd Week

https://i1.wp.com/allbdjobstoday.com/wp-content/uploads/2021/05/1620541397_767_Class-7-Assignment-2021-Answer-4th-3rd-2nd-1st-Week.jpg?w=1220&ssl=1

Suppose stranger talks with you and he doesn’t know the place your college is. The individual asks you to provide path. You each are standing in entrance of your private home. Now draw a map of the best way to your college from dwelling and make a dialogue with path to your college.

The English task for sophistication 7 can also be accessible on our web site and on the official web site. English is commonly harder for a lot of college students as it’s not their native language. So, you all ought to work tougher on this topic. To obtain your class 7 task on English topic, it is advisable click on on the hyperlink proven right here.

Read the lesson 1 on “A day in Zishan’s life” (web page no. 54) and make a every day routine accordingly to your personal. Now attempt to observe your routine fully for the subsequent three days with none hole.

Class 7 English 4th Assignment

1. Rewrite the passage utilizing the right type of verbs within the brackets.

Dear Masum, Your letter relating to your joyful picnic (come) to me simply now as a wonderful one. In your letter you (need) to know concerning the picnic that we (take pleasure in) lately.Now I (write) to you about it. We, the scholars of sophistication seven (select) Sonargaon as our picnic spot. We (be) 30 in quantity.One of our academics (be) with us. We attain) there at about 10 a.m. We (take pleasure in) the day very a lot. At final we (return) dwelling safely. We always remember) the day.

৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইংরেজি সমাধান

Homework:

  • 2. Read your English grammar textbook from pages no. 83—89 and do the actions of Section B (i, ii and iii)
  • 3. Choose the right preposition from the listing and fill within the gaps. (on, beside, at, about, in, of, into)

Dear Mita,
first, take my cordial love. Hope you might be secure and sound. Today I’m going to let you know ___ my studying room. The morning solar rays enters __it and there’s sufficient space_air circulation. There are a studying desk, a chair and a bookshelf_ my room. If you come, you may see there are a world map, a wall clock and a few stunning wall mats hung _ the wall _ my studying room. The bookshelf is saved _ the desk. I like my studying room and I maintain it neat and clear.

Class 7 BGS Assignment (Bangladesh And Global Studies) Answer

https://i0.wp.com/allbdjobstoday.com/wp-content/uploads/2021/05/1620541398_299_Class-7-Assignment-2021-Answer-4th-3rd-2nd-1st-Week.jpg?w=1220&ssl=1

ভাষা আন্দোলনের ঘটনাবলি ধারাবাহিকভাবে লেখ। তোমাদের বিদ্যালয়ে সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে পালন করা হয়েছিল তার একটি পর্যায় ক্রমিক বর্ণনা দাও।

১. একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তােলার ক্ষেত্রে তােমার যা করণীয় আছে তার একটি কর্মপরিকল্পনা তৈরি করাে।

২. তােমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা কর।

Class 7 Assignment Bangla Answer 2021

Throughout the months, college students of sophistication 7 will get dwelling task duties for various topics. Class 7 task on Bangla is now accessible on the official web site in addition to on our web site right here. You can get the Bangla task process on this half. To get your Bangla task for sophistication 7, it is advisable click on on the hyperlink given right here.

https://i0.wp.com/allbdjobstoday.com/wp-content/uploads/2021/05/Class-7-Assignment-2021-Answer-4th-3rd-2nd-1st-Week.jpeg?resize=1116%2C862&ssl=1

যৌক্তিকতা নিরুপণ:

নিচে উল্লিখিত অংশটি সাধুরীতিতে রচিত। উপযুক্ত কারণ দেখিয়ে তার যৌক্তিকতা তুলে ধর।

*সংবাদ পাইলাম, কারুণিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতোমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির হুর হদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে।”

https://i2.wp.com/allbdjobstoday.com/wp-content/uploads/2021/05/1620541398_785_Class-7-Assignment-2021-Answer-4th-3rd-2nd-1st-Week.jpg?w=1220&ssl=1

Class 7 Assignment Bangla Answer 1st week 2021

মনে কর, তুমি মাহিন/মােহনা। তােমার খেলার সাথী সাজিদ/সাজেদা করােনা ভাইরাসে আক্রান্ত হলে তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি লেখ।

Class 7 Assignment Islam Answer 2021

(*7*)

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

পোস্টার:
আমাদের চারপাশে সৃষ্টিজগতের মাঝে মহান আল্লাহর একতৃবাদের অসংখ্য নমুনা বিদ্যমান। বাস্তব উদাহরণসহ এককতৃবাদের প্রমাণ উল্লেখ করে একটি পোস্টার তৈরি কর।

নির্দেশনা

  • পাঠাবইয়ের অধ্যায় এক এর সংশ্লিষ্ট; পাঠের আলোকে ; বিষয়বস্তুর মৌলিক চাহিদাগুলো শনাক্ত করতে হবে।
  • আট পেপার/ক্যালেন্ডারে উচটাপৃষ্ঠা অথবা খাতার পৃষ্ঠা ব্যবহার করে পোস্টার তৈরি করা যেতে পারে।
  • প্রয়োজনে সহায়ক নেওয়া যেতে পারে।
  • পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে বিষয়ের সঠিকতা সম্পর্কে সম্যক ধারণা নেওয়া যেতে পারে।

https://i0.wp.com/allbdjobstoday.com/wp-content/uploads/2021/05/1620541398_175_Class-7-Assignment-2021-Answer-4th-3rd-2nd-1st-Week.jpg?w=1220&ssl=1

Class 7 Assignment Islam Answer 1st week 2021

জনাব ‘ক’ এর মধ্যে আখলাকে হামিদাহর কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা কর

জনাব “খ” এর কার্যক্রমটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর

Class 7 Hindu Religion Assignment 2021

Addressing this downside, we are going to information you to one of the best answer to the Hindu faith task you could find round. With this Hindu faith task answer, you may cowl issues up a lot faster and simpler than ever earlier than. Let’s not waste a lot time right here and proceed.

https://i0.wp.com/allbdjobstoday.com/wp-content/uploads/2021/05/1620541399_955_Class-7-Assignment-2021-Answer-4th-3rd-2nd-1st-Week.jpeg?w=1220&ssl=1

ঈশ্বর এক ও অদ্বিতীয় এবং নিরাকার। তবে সব সাকার রূপ একই ঈশ্বরের বিভিন্ন। প্রকাশ”- যুক্তি বিশ্লেষণ পূর্বক ব্যাখ্যা কর।
সংকেত: ১। ঈশ্বরের স্বরূপ ২। ঈশ্বরের একত্ব

Class 7 Assignment ICT

The trendy age is the age of ICT. The ICT assignments are undoubtedly necessary for sophistication 7 college students. To obtain your ICT class 7 task, you must click on on the hyperlink proven right here.

https://i1.wp.com/allbdjobstoday.com/wp-content/uploads/2021/05/1620541399_697_Class-7-Assignment-2021-Answer-4th-3rd-2nd-1st-Week.jpg?w=1220&ssl=1

Science Assignment for Class 7

https://i0.wp.com/allbdjobstoday.com/wp-content/uploads/2021/05/1620541399_999_Class-7-Assignment-2021-Answer-4th-3rd-2nd-1st-Week.jpg?resize=1220%2C402&ssl=1

প্রশ্ন ১: লাবিব একটি লৌহ দন্ড নিয়ে তার একপ্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষন পর সে দেখল দন্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস।

সংক্ষিপ্ত প্রশ্ন:

১। গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন?

https://i1.wp.com/allbdjobstoday.com/wp-content/uploads/2021/05/1620541399_406_Class-7-Assignment-2021-Answer-4th-3rd-2nd-1st-Week.jpg?resize=1220%2C478&ssl=1

সংক্ষিপ্ত প্রশ্ন :

https://i2.wp.com/allbdjobstoday.com/wp-content/uploads/2021/05/1620541399_277_Class-7-Assignment-2021-Answer-4th-3rd-2nd-1st-Week.jpg?w=1220&ssl=1

প্রশ্ন ১: লিথিয়াম, পানি, খাবার লবন, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়ােডাইড, লােহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ।

সংক্ষিপ্ত প্রশ্ন – ১ : চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়?

Check additionally: Assignment Cover Page Design

Official Website for Assignment Class 7

Class 7 task is now accessible on the official web site of the directorate of secondary and better secondary. To obtain the assignments from the official web site, you must observe the hyperlink is given right here: www.dshe.gov.bd 2021 task. You also can obtain the assignments from our web site as effectively. You can select to obtain your assignments from any website you suppose handy. But a very powerful half is that you just full all of your duties diligently and in time.

How Long Class 7 Assignment Will Continue?

The class 7 task will proceed until the 31st of July 2021. Therefore, you could submit it earlier than the deadline for submission for the given task. Keep in thoughts that you just will be unable to submit your task if the deadline is over. So, you must put together and research beforehand and full the assignments accordingly. If you may completely full your class 7 task, you will note an enormous enchancment in your schooling and the understanding of your material.

Your task class 7 may also embrace Economy, Accounting, Finance and Banking, Business Enterprise, Agriculture Education, Home Science, Politics and Citizenship, Islam and Moral Education, Hindu, Buddhism, Christianity, History and World Civilization of Bangladesh, Bangladesh and World Identity Arts and Crafts, Physical Education and Health Sciences and Sports.

We have mentioned the total syllabus of the category 7 task for all of you. We hope you have been in a position to obtain the supplied assignments with ease. If you full all of the assignments completely, you’ll be taught many various issues that you’ll want sooner or later. We want you all one of the best of luck whilst you obtain and efficiently full your class 7 assignments.

Next Post Previous Post