বন্ধুরে গানের কথা, লিরিক্স হাবিব ওয়াহিদ ও ন্যান্সি Bondhure Lyrics Habib Wahid Nancy
বন্ধুরে গানের কথা, লিরিক্স হাবিব ওয়াহিদ ও ন্যান্সি Bondhure Lyrics Habib Wahid Nancy
অনেকদিন পর হাবিব ওয়াহিদ ও ন্যান্সি নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে উপস্থিত হয়েছে। গানের নাম বন্ধুরে। মে ১, ২০২১ তারিখে গানটি রিলিজ করা হয়েছে। ইউটিউবে প্রকাশের পর গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইতিমধ্যে কয়েক হাজার বার শোনা হয়েছে গানটি।
আপনি যদি হাবিব ওয়াহিদ ও ন্যান্সির নতুন গানের কথা বন্ধুরে ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে তা খুব সহজেই করতে পারবেন। আমরা নির্ভুলভাবে গানের লিরিক্স কথা এখানে উপস্থাপন করেছি। আপনি চাইলে গানটি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন।
হাবিব ওয়াহিদ বন্ধু রে গানের কথা, ন্যান্সির বন্ধুরে গানের কথা, গানের লিরিক্স, বন্ধুরে গানের লিরিক্স ডাউনলোড।
আমারে ছাইড়া কেন গেলা বন্ধু আ,
তোমারে ছাইড়া কেন যাব বন্ধুয়া!!!
গানের কথা পেতে এখানে ক্লিক করুন
Bondhure.MP3 গানটি ডাউনলোড এর জন্য এই লিংকে ক্লিক করতে পারেন
Bondhu re mp4, Bondhu re hd video tune, Habib Wahid Nancy Bondhure Song Lyrics Download, Mp3 Download Link of Bondhu re mp3 tune
Bondhure Song Lyrics In Bangla
আমারে ছাইড়া গেলা
কেন বন্ধুয়া, কেন বন্ধুয়া
দিবানিশি তোমায়
ভাবি তোমায় শুধু বন্ধুরে।
তোমারে ছাইড়া কেন যাবো বন্ধুয়া
কেন বন্ধুয়া..?
দিনে রাতে তোমারে বুকে রাখি
রাখি বন্ধুরে..?
আশায় আশায় কাটে জীবন
তোমায় যদি কাছে পাই
ও. আশায় আশায় কাটে জীবন
তোমায় যদি কাছে পাই,
তুমি ছাড়া জীবন আমার
পুইড়া পুইড়া হইলো ছাই,
তোমায় ছাড়া আমি কি আর
সুখের দেখা পাবো হায়
তোমার সাথে এই অন্তরে
জীবন নদী বইয়া যায়।
আমারে ছাইড়া গেলা
কেন বন্ধুয়া, কেন বন্ধুয়া
দিবানিশি তোমায়
ভাবি তোমায় শুধু বন্ধুরে।
তোমারে ছাইড়া কেন যাবো বন্ধুয়া
কেন বন্ধুয়া..?
দিনে রাতে তোমারে বুকে রাখি
রাখি বন্ধুরে..?
আমারে ছাইড়া গেলা বন্ধুরে
বন্ধুরে..?
ও..আমারে ছাইড়া গেলা বন্ধুরে
বন্ধুরে
ও..তোমারে ছাইড়া কেন যাবো
বন্ধুরে..?
ও..তোমারে ছাইড়া কেন যাবো
বন্ধুরে..?