সিলেটে মাটি নিয়ে সংঘর্ষে স্কুলছাত্র নিহত, প্রবাসীসহ গুলিবিদ্ধ ৪
বিশ্বনাথ প্রতিনিধি : কৃষি জমি থেকে জোরপূর্বক মাটি কাটাকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক প্রবাসীসহ চার জন। শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতন নগর গ্রামের সাইফুল আলম ও নজির উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। নিহত সুমেল আহমদ শুকুর (১৭) ওই গ্রামের মানিক উদ্দিনের ছেলে। সে স্থানীয় শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গুলিবিদ্ধ বাকি চারজন হলেন,নজির উদ্দিন, তার ভাই যুক্তরাজ্য প্রবাসী মনির উদ্দিন ও মানিক উদ্দিন (নিহত সুমেলের পিতা), চাচা সালেহ আহমদ। আহতদের মধ্যে প্রবাসী মনির উদ্দিন ও মানিক উদ্দিনের অবস্থা আশংঙ্কাজনক বলে জানা গেছে। গুলিবিদ্ধ চারজনই নজির উদ্দিন পক্ষের লোক। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামীম মুসা বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।