বিশ্বনাথে পিকআপ ভ্যানে গাছ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

জানা গেছে, স্থানীয় মীরেরচর গ্রামে নিজেদের জন্য গাছ ক্রয় করে জাহাঙ্গীরের পরিবার। সোমবার (২৪মে), সকাল থেকে তারা ঐ গাছ কর্তন করে নিয়ে আসার জন্য পিক-আপ ভ্যানসহ মীরেরচর অবস্থান করে। দুপুরে খন্ড খন্ড গাছের টুকরো-গাড়িতে তুলতে থাকে তাঁরা। হঠাৎ অসতর্ক অবস্থায় একটি গাছের টুকরো তার মাথায় আঘাত করে পায়ে এসে পড়লে, সাথে সাথে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা। সেখানে কর্মরত ডাক্তার তাকে চিকিৎসা দিন অবস্থায় তাকে বেলা পৌনে ৩টায় জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ ( ওসি) গাজী আতাউর রহমান বলেন, থানায় অপমৃত মামলা হয়েছে বলে তিনি জানান।