গোয়াইনঘাটে (অনুর্ধ্ব১৭) ফাইনালে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন একাদশ

রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব১৭) অনুষ্টিত হয়েছে। আজ (৩০ মে) রবিবার সকাল ১১টা গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন একাদশ বনাম পূর্ব জাফলং ইউনিয়ন একাদশের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমাপ্ত হয়। পরে পশ্চিম জাফলং ইউনিয়নকে ৩-৪ চার গোলের ব্যবধানে জয় পায় পূর্ব জাফলং ইউনিয়ন একাদশ। এবং সেমিফাইনালে উত্তীর্ণ হয় পূর্ব জাফলং ইউনিয়ন একাদশ। বিকাল ৩টায় সেমিফাইনাল খেলা শুরু হয় পূর্ব জাফলং ইউনিয়ন একাদশ ও নন্দিরগাও ইউনিয়ন একাদশের মধ্যে। নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য সমাপ্ত হয়। পরে খেলা পরিচালনা কমিটির রেফারি ও উভয় পক্ষের টিম ম্যানেজারের মতামতের ভিত্তিতে খেলাটি টাইবেকারে গড়ায়। টাইবেকারে নন্দিরগাও ইউনিয়ন একাদশকে ৪-২ গোলে পরাজিত করে ইউনিয়ন পর্যায়ে ফাইনাল পৌছায় ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন একাদশ। এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগে সিনিয়র সহসভাপতি ও ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলার ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহ্জাহান সিরাজ, আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক, স্টারলিং তারিয়াং, ওয়েলকাম লম্বা, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ পারভেজ লাভলু, শেরগুল গোসাই, সাইদুল ইসলাম,রাজিবুল হাসান রাজিব কোচ হোসাইন ইসহাক, সহকারী কোচ হ্যাব তেনসং, টিম সমন্নয়ক ইকবাল হোসেন, যুবলীগ নেতা আমিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে আগামীকাল সোমবার (৩১মে) বিকাল ৩ টায় গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ব জাফলং ইউনিয়ন একাদশ বনাম রুস্তম পুর ইউনিয়ন একাদশের ফাইনাল খেলা অনুষ্টিত হবে।

Next Post Previous Post