মেয়েদের পিক তোলার স্টাইল ছবি ডাউনলোড ২০২১ বিভিন্ন পোজে ছবি তোলা
মেয়েদের পিক তোলার স্টাইল ছবি ডাউনলোড ২০২১ বিভিন্ন পোজে ছবি তোলা
সব মেয়েরা একই স্টাইলে পিক তোলে না। কেউ পিক তোলার সময় খোপায় ফুল গুজতে, আবার কেউ পিক তোলার সময় হাতে একগুচ্ছ ফুল নিয়ে পিক তুলতে বেশি ভালোবাসে।
শাড়ি পড়ে মাথায় ফুল গুঁজে তোলা মেয়েদের পিকগুলো সত্যিই দারুন লাগে।
যারা প্রকৃতিকে ভালোবাসে তারা সাধারণত কাশবনে, নদীর তীরে অথবা একগুচ্ছ ফুল হাতে নিয়ে ছবি তুলে বেশ মজা পায়।
প্রকৃতিপ্রেমী এসব মেয়েরা শাড়িতে, আলতা রাঙ্গা পায়ে, আবার কেউ সমুদ্রের পানির মধ্যে গা ভিজিয়ে ছবি তুলতে বেশি পছন্দ করে। এসব মেয়েদের ছবি দেখে প্রকৃতির রাজকন্যা মনে হয়।
অন্যদিকে শহুরে মেয়েরা টপ -জিন্স পরে, চোখে সানগ্লাস লাগিয়ে ছবি তুলতে বেশি পছন্দ করে। তারা ঝিকিমিকি সোডিয়ামের আলোর মধ্যে বেশি স্টাইলিশ হয়ে , অথবা কোন ডিজে পার্টিতে গিয়ে জমকালো পরিবেশে ছবি তুলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
এখানে যা যা পাবেন
মেয়েদের সেলফি পিকচার ফটো ছবি ওয়ালপেপার ডাউনলোড
কলেজ অথবা ভার্সিটি পড়ুয়া মেয়ে গুলো ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগিয়ে সেলফি তোলার সময় মুখ বাঁকিয়ে সেলফি নিতে বেশি পছন্দ করে। বেশিরভাগ সময় দেখা যায় এরা গ্রুপ সেলফি তোলে।
সেলফি তোলার সময় সাধারণত ঠোঁট টা যদি বেশি ব্রাইট কালারের লিপস্টিক দিয়ে সাজানো হয় তাহলে সেলফি ভালো আসে।
আবার মেডিকেল কলেজগুলোর মেয়েদের দেখা যায় তারা এপ্রোন গায়ে, গলায় স্টেথোস্কোপ লাগিয়ে ছবি তুলতে বেশি ভালোবাসে। নতুন যেসব স্টুডেন্টরা অপারেশন থিয়েটারে যায়, তাদের প্রথমে কাজ হচ্ছে হাতে কাঁচি নিয়ে অ.টি ড্রেস পড়ে একটা ডাক্তার ডাক্তার ভাব নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়া।
এপ্রোন পড়ে, স্টেথোস্কোপ গলায় নিয়ে অথবা হাতে কাঁচি নিয়ে অটি ড্রেস পরে স্টুডেন্টদের পিক তোলা অনেক মজার বিষয়।
প্রফেশনাল মেয়েরা বিশেষ করে বিজনেসম্যান মেয়েদের দেখা যায় কোর্ট পরে ছবি তুলতে বেশি পছন্দ করে। তাদের ছবি দেখলে এমনিতেই একটা প্রভাবশালী প্রভাবশালী ভাব কাজ করে।
শিক্ষিকা রা চশমা চোখে ,হাতে ব্যাগ অথবা বইখাতা নিয়ে ছবি তুলতে বেশি পছন্দ করে অথবা সকল স্টুডেন্টকে সাথে নিয়ে সেলফি তুলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
ছোট বাচ্চাদের মাঝেও ছবি তোলার প্রবণতা দেখা যায়। বিশেষ করে তারা যখন কোন জায়গায় বেড়াতে যায় যেমন পার্ক, চিড়িয়াখানা ইত্যাদিতে তারা বিভিন্ন রাইডিং এ উঠে ছবি তুলতে বেশি ভালোবাসে।
ছোট বাচ্চাদের ছবিতে কেমন একটা গুলুগুলু ভাব চলে আসে। কিছু কিছু দুষ্টু বাচ্চা গালে হাত দিয়ে মাথায় দুলিয়ে ছবি তুলতে বেশি পছন্দ করে।
ইদানিং ফেসবুকে দেখা যায় মেয়েরা জিন্সের উপর শাড়ি পেচিয়ে, হাঁটু ভাঁজ করে, চুল খোলা রেখে কেমন একটা উদাসী উদাসী ভাব নিয়ে সেলফি তুলে আপলোড দেয় । মুহূর্তেই প্রচুর লাইক ,কমেন্ট পরে। এমন স্টাইলের পিকে মেয়েদের বেশি স্মার্ট মনে হয়।
মেয়েদের ছবি তোলার টিপস
হাস্যকর এবং মজার কিছু পিক
এখানে প্রকাশিত সকল ছবি ফেসবুক থেকে সংগ্রহীত। কারো যদি কোন সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সে সকল ছবি ওয়েবসাইট থেকে মুছে ফেলব।
ছবি সোর্চ লিংক