জাফলংয়ে ঈদুল ফিতরকে সামনে রেখে ১ হাজার ৪০ জনের মাঝে নগদ টাকা বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি : সারা দেশব্যাপী করোনাভাইরাস মোকাবেলায় ও ঈদুল ফিতরকে সামনে রেখে ভিজিএফ ও জিআর মানবিক ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এরই অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সমন্বয়ের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় গরীব কর্মহীন মানুষের মাঝে ভিজিএফ ও জিআর নগদ টাকা সহায়তা প্রদান করা হয়েছে । আজ (১০ মে) সোমবার সকাল ১১ টায় হইতে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদে ভিজিএফ ৫শ ৪০ জনকে সাড়ে ৪শত টাকা ও জিআর এর ৫০০ জনকে ৫০০টাকা করে মোট ৪ চার লক্ষ্য ৯৩ হাজার নগদ টাকা মানবিক সহায়তার প্রদান করা হয়। এ সময় উপস্থিত থেকে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু বলেন,গত এক বছরের অধিক সময় ধরে সারা বিশ্বজুড়ে ন্যায় বাংলাদেশও মহামারি নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করার পাশাপাশি অসহায় ও গরীর মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নগদ টাকা ও ত্রাণ সহায়তা করে যাচ্ছে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা প্রজিব কর্মকর্তা ও ইউনিয়ন ট্যাগ অফিসার সুশান্ত কুমার দাস, ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামান, হিসাব রক্ষক আবু হানিফ, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের, সংরক্ষিত আসন এর মহিলা মেম্বার সালমা বেগম, রেজিয়া জলিল, আতাউর রহমান আতাই, শাহ আলম, আবুল হাসনাত, সয়লেন বুন্যার্জী, আব্দুর রহমান, ইব্রাহীম আলী, প্রমুখ।

Next Post Previous Post