বিশ্বনাথে শেখ হাসিনা-নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গভিডিও, যুবক গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি আপত্তিকর ও ব্যঙ্গাত্মক ভিডিও তৈরী করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করার দায়ে সিলেটের বিশ্বনাথে আনহার আলী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের পূর্ব দশঘর গ্রামের মৃত ক্বারী আহমদ আলীর ছেলে। বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ৭টার দিকে ওই ইউনিয়নের পীরের বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান মাহি ডিজিটাল ফটোস্টুডিও থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, ফটোশপের মাধ্যমে আনহার আলী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গভিডিও তৈরী করে বুধবার তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দৃষ্টিগোচর হলে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ সাগর গুপ্ত কমলের নেতৃত্ব একদল পুলিশ পীরের বাজারে অভিযান চালিয়ে আনহার আলীকে তার ব্যবসা প্রতিষ্ঠান মাহি ডিজিটাল স্টুডিও থেকে গ্রেফতার করে।
এ ঘটনায় বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনোহর হোসেন মুন্না অভিযুক্ত আনহার আলীকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে আজ (বৃহস্পতিবার) থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ২৮।
মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, ‘গ্রেফতার হওয়া আসামী আনহার আলীকে আজ (বৃহস্পতিবার) সকালে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে তিনি জানান।’