দিরাই ও জুড়ীতে বজ্রপাতে সহোদরসহ নিহত ৪
স্টাফ রিপোর্টার : বজ্রপাতে সুনামগঞ্জের দিরাইয়ে দুই সহোদর ও মৌলভীবাজারের জুড়ীতে শিশুসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে দিরাই উপজেলায় হাওরে ধান কাটার সময় দুই সহোদর এবং একই সময়ে জুড়ীর ফুলতলা চা বাগান এলাকায় এক চা শ্রমিক ও এক শিশুর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে দিরাই থেকে নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিদিনের মতো গতকাল বুধবার ভোরে কালিয়াকোটা হাওরের একটি অংশ ভাটিপাড়া হাওরে ধান কাটতে যান ফখরুল ইসলাম (৫৫) ও সহোদর ফজলুল হক (৪০)’সহ কয়েকজন কৃষক। সকাল ৮টায় হঠাৎ কালবৈশাখী ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলে ফখরুল ইসলাম ও ফজলুল হক নিহত হন। নিহতরা স্থানীয় মধুরাপুর গ্রামের মৃত মন্নাফ মিয়া ছেলে।
এ সময় আহত হন আরও তিন কৃষক। তারা হলেন, স্থানীয় মুধরাপুর গ্রামের লাদেন মিয়া (৩২), হাবিব মিয়া (৪০), সাবলুল মিয়া (৩৫)। তারা সবাই পেশায় ধান কাটা শ্রমিক। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে বজ্রপাতে ধান কাটতে গিয়ে কৃষক দুই ভাইয়ের মৃত্যু হয়েছে, বাকি আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
জুড়ী (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলতলা চা বাগানে বৃষ্টির সাথে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। এ সময় চা বাগানের শ্রমিক শ্যামল ভূমিজের মেয়ে ললিতা ভূমিজ (১৩) এবং একই বাগানের নন্দ ভূমিজের ছেলে চা শ্রমিক রমণ ভূমিজ (২৭) ঘরের বাইরে বের হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় মরদেহের শেষকৃত্য সম্পন্ন হবে।