জাফলংয়ে উদ্ধার হওয়া মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করা হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে গত কয়েক দিন আগে উদ্ধার হওয়া একটি মর্টার শেল ও একটি হ্যান্ড গ্রেনেড ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১২ টায় স্থানীয় নয়াগাঙ্গের পাড় এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট বোম ডিসপোজাল ইউনিটের একটি দল মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করেন। গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গত (২২ মার্চ) সকালে স্থানীয় বারকি শ্রমিকরা ডাউকি নদীর নয়াগাঙেরপাড় (ভাউরভাগ) এলাকায় নৌকা নিয়ে বালু উত্তোলনের উদ্দেশ্যে যায় । বালু উত্তোলনের এক পর্যায় তারা নদীতে যুদ্ধের সময়ের অব্যবহৃত একটি মর্টার শেল দেখ। এবংং একই এলাকায় দুই দিনের ব্যবধানে (২৪ মার্চ) মাটি কাটতে গিয়ে স্থানীয়রা আরোও একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পায়। পৃথক ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড টি তাদের তত্ত্বাবধানে নেন । পরে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংসের জন্য থানা পুলিশের পক্ষ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের বোম ডিসপোজাল ইউনিটের অধিনায়ক ক্যাপ্টেন গালিব ও ক্যাপ্টেন সায়াদ’র নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করেন। এ সময় বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তরিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার এস আই আবুল হোসেন, আব্দুল আহাদ, এ এস আই মারুফুল হাসান মুকিতসহ সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ জানান, মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি উদ্ধারের পর থানা পুলিশের সংরক্ষণে রাখা হয়ে ছিল। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংসের জন্য আবেদন করা হয়। আদালতের আদেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আজ মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url