বিশ্বনাথে অগ্নিদগ্ধ পরিবারের সাহায্যে প্রয়োজন দেড় লক্ষ টাকা

মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে গত সোমবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে অগ্নিদগ্ধ পরিবারের ৩ সদস্যের শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন।  প্রতিনিয়ত দারিদ্রতার সাথে লড়াই করা ওই পরিবারটির আর্থিক অবস্থা এতই করুন যে, সমাজের বিত্তবান ও প্রবাসীদের আর্থিক সহায়তা ছাড়া বেঁচে থাকার এই লড়াইয়ে তাদের টিকে থাকা কঠিন হবে। প্রাথমিক পর্যায়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ ৩ জনের চিকিৎসার জন্য নূন্যতম ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রয়োজন। অগ্নিদগ্ধ পরিবারের  প্রত্যাশা প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের মানুষ কেবল একটু সহযোগিতার হাত প্রসারিত করলে তারা বেঁচে থাকার  নতুন এক সন্ধান পাবে । আমরাও বিশ্বাস করি আমাদের  সমাজের অন্তত ১৫ জন প্রবাসী কিংবা বিত্তবান ১০ হাজার টাকা করে অথবা ৩০ জন ৫ হাজার টাকা করে প্রদান করেন তাহলে হয়ত এই সব মহৎ প্রাণ মানুষদের জন্য মানবিকতার সাফল্যের নতুন এক গল্প রচিত হবে । আমার বিশ্বাস নিশ্চয় হবে, কারণ অতীতে এরকম ১১ টি মানবিক আবেদনে সাড়া দিয়ে আমাদের প্রবাসী স্বজন ও সমাজের বিত্তবানরা ২৬ লক্ষ টাকারও বেশী আর্থিক সহায়তা করে বিশ্বনাথের সুনাম বিশ্বদরবারে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ।
জানা গেছে, গত ২২ মার্চ সোমবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের দারিদ্র ওয়ারিছ আলীর (৭০) রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফারিত হয়ে তার স্ত্রী দিলারা বেগম (৬০) , পুত্র মইনুল ইসলাম ( ২৬) ও অপর পুত্র ফয়ছল আহমদ (২৩) মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। তাদেরকে উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী সহ আর ৩ জন আহত হন। এ সময় অগ্নিদগ্ধ লোকজনদেরকে উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়া হয় । এর উপরে উল্লিখিত ৩ জনের অবস্থা সংকটাপন্ন হলে তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত ৩ জনই আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।
Next Post Previous Post