বিশ্বনাথে পুলিশের মাস্ক বিতরণ

প্রথম দিনে প্রায় ৫শ জনকে পরিয়ে দেয়া হয় ফ্রি মাস্ক। এ কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে, বিতরণকালে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মূসা বলেন, মাস্ক ভ্যাকসিনের চেয়েও কার্যকর। করোনা মোকাবিলায় মাস্ক পরার কোন বিকল্প নেই। ঘরের বাহিরে গেলে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে।
এসময় বিশ্বনাথ থানা পুলিশের ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপসিস্থত ছিলেন।