গোয়াইনঘাট নদীতে অবিষ্ফোরিত মর্টারশেল উদ্ধার
রফিক সরকার গোয়াইঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নে বাউরভাগ গ্রামে নদীর মাঝখানে কয়েক জন শ্রমিক বালু উত্তোলনের সময় হঠাৎ একটি অবিষ্ফোরিত মর্টার শেলটি দেখতে পায়। শ্রমিক ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ সোমবার (২২মার্চ) সকাল ৯টায় কয়েক জন্য শ্রমিক বালু উত্তোলনের কাজে নদীতে গেলে বালু উত্তোলনের এক পর্যায়ে যুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত একটি মর্টার শেল তারা দেখতে পায়। পরে স্থানীয় এলাকারবাসি ও শ্রমিকদের সহযোগীতায় মর্টার শেলটি উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেন । খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত মর্টারশেলটি তাদের তত্ত্বাবধানে নেন । থানা পুলিশ সূত্রে জানাযায়, সোমবার সকাল ৯টার দিকে স্থানীয় শ্রমিকরা নদীতে বালু উত্তোলন করার সময় নদীর মাঝখানে মর্টার শেলটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় কয়েক জন শ্রমিক।পরে থানা পুলিশকে খবর দেয়, খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) দিলীপ কান্তি নাথসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি কর্ডন করে রেখেছেন। এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , পূর্ব জাফলংয়ের বাউরবাগ নদীর মাঝখানে বালু উত্তোলনের সময় শ্রমিকেরা পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত মর্টার শেল দেখতে পায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করেন। বর্তমানে মর্টার শেলটি থানা পুলিশের তত্বাবধানে রয়েছে । মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোমা ডিস্পোজাল টিমকে খবর দেয়া হয়েছে। গত কয়েক মাসের ব্যবধানে পূর্ব জাফলং ইউনিয়ন থেকে যুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত তিনটি মর্টার শেল উদ্ধার করা হলো। এর মধ্যে বিগত কয়েক মাস আগের দুইটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এবং আজকেরটি নিষ্ক্রিয় করনের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাযায়।