জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্ব জাফলং যুবলীগের আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সারা দেশের ন্যায় গোয়াইনঘাট উপজেলার পূূূূর্ব জাফলং ইউনিয়ন যুুুুবলীগের উদ্যোগে আমির মিয়া স্কুল এন্ড কলেজের হলরুমে সকাল ১০টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়। ১৯২০ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহ করেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মানবদরদী কিন্তু অধিকার আপসহীন নেতা। চল্লিশের দশকে এই তরুণ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে এসে ১৯৪৮ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ,৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন,৫৮ এর সামরিক শাসন বিরোধী আন্দোলন, ৬৬ এর ৬-দফা ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচনসহ বাঙ্গালির মুক্তির ও অধিকার আদায়ের পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। এর জন্য তাকে অনেক জেল জুলুম ও নির্যাতন সহ্য করতে হয়েছে । এবং ১৯৭১ সালে তার নেতৃত্বগুণেই স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে তাৎপর্যপূর্ণ বক্তব্য এসব কথা বলেন বক্তারা। অপর দিকে জাফলং ইউনিয়ন পরিষদ ও জাফলং আমির মিয়া স্কুল এন্ড কলেজেও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেক ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসাইন ও শেরগুল গোসাই এর যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুুৎফুর রহমান লেবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, সাবেক সভাপতি শাজাহান সিরাজ, ডাঃ নুরুল ইসলাম, সুলেমান সিকদার, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনির, সুতান মাহমুদ, পিয়াইন পাথর উত্তোলন ও সর্বারাহকারি সমিতির সহসভাপতি মোস্তাফিজুর রহমান লিলু, আমির মিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম আজাদ, রফিক সরকার, জিয়াউল ইসলাম সবুজ, সাইদুল ইসলাম, তোফায়েল আহমদ, মুজিবুর রহমান, আব্দুর রাজ্জাক, রাজিবুল হাসান রাজিব, শেখ ফরিদ, এরশাদ আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমদ, সহসভাপতি মোঃ আব্দুল্লাহ, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ কাশেম, মান্নান খন্দকার, আইনাল হক, জাহাঙ্গীর আলম, সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, আল আমিন, দিলিপ শর্মা, অরুন গোসাই, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল হক জুয়েল, যুবলীগ নেতা সহিদুল ইসলাম সহিদ, মোঃ শফিকুল ইসলাম প্রমুুখ।

Next Post Previous Post