বিশ্বনাথে পিকআপ চাপায় শিশু নিহত

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে শিশু আকিকুর বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালিগঞ্জ বাজার এলাকার আল-আমিন ব্রিকফিল্ড সংলগ্ন মুদি দোকান থেকে চিপস কিনে সড়কের ওপাশে যাচ্ছিল। এসময় জগন্নাথপুরগামী একটি পিকআপ (নম্বার মৌলভীবাজার ন-১১-০১১৩) তাকে চাপা দেয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে আকিক মারা যায়।
ঘটনাস্থলে যাওয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্মা দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ সিলেট ওসমানী হাসপাতালে আছে এবং পিকআপ স্থানীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতির জিম্মায় রাখা হয়েছে।