গোয়াইনঘাটে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন

রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সারা বিশ্বব্যাপী মহামারি নভেল করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের কয়কেটি দেশে (কোভিড ১৯) এর টিকা প্রয়োগ শুরু হয়েছে। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে করোনার ভ্যাকসিন দিচ্ছেন সরকার। এরইমধ্যে (কোভিড১৯) এর ভ্যাকসিন সিলেটের গোয়াইনঘাটে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিক্যাল অফিসার (কোভিড-১৯) চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তিনি গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম (কোভিড ১৯) ভ্যাকসিন গ্রহন করেন। এবং গোয়াইনঘাট ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রয়োগের আনুষ্টানিক উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উক্ত (কোভিড ১৯) টিকা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রেহান উদ্দিন, মেডিকেল অফিসার ডাক্তার ফারহান জামিল,ডাক্তার সারওয়ার হোসেন, ডাক্তার খালেদুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বদরুল ইসলাম, মা ও শিশু বিষয়ক মেডিকেল কর্মকর্তা ডাক্তার নুরজাহান। এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, গোয়াইনঘাটে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার (কোভিড-১৯) চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনকে টিকা দেয়ার মধ্যমে গোয়াইনঘাটে টিকা প্রদান কার্যক্রম শুরু হলো। পরে সম্মুখসারির যোদ্ধাদের ভ্যাকসিন দেয়া হবে । এবং করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে অনেকের মধ্যে গুজব ও ভয়ভীতি কাজ করছে । সাধারণ মানুষের মধ্যে যাতে ভয়ভীতি কাজ না করে সেজন্য আমি নিজে উপজেলার মধ্যে দ্বিতীয় ব্যাক্তি হিসেবে ভ্যাকসিন নিয়েছি। এবং সবাইকে আহব্বান করছি, নিজে ও পরিবারকে সুস্থ্য ও সুরক্ষিত রাখতে করোনার ভ্যাকসিন নিন, এতে ভয়ের কিছু নেই। তিনি আরও বলেন, মানুষ ভ্যাকসিন দেয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন। তাদের পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে। এসময় করোনা ভ্যাকসিন নেন প্রধান অতিথি গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা। আজ ২০০ শতাধিক মানুষের মধ্যে এই করোনা ভ্যাকসিন দেয়া হবে।

Next Post Previous Post