জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযানে ১২ টি শ্যালো মেশিন ধ্বংস

রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নয়াবস্তি ও বল্লাঘাট এলাকায় শ্যালো মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ. কে. এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে জাফলংয়ের নয়াবস্তি ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ১২ টি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সাথে পাথর উত্ততোলনে সাথে জরিত থাকায় এক ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার এস আই আবুল হোসেন, তামাবিল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদিনসহ পুলিশ ও বিজিবি সদস্যরা। এ ব্যাপারে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ. কে. এম নূর হোসেন নির্ঝর বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন চলছে এমন সংবাদ ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করে ১২ টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। এবং পাথর উত্তোলনের সাথে জড়িত এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসনের টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url