বিশ্বনাথে ৩টি গরু চুরি

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে গরু ঘরের তালা ভেঙ্গে ৩টি গরু চুরি সংগঠিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার সদর ইউপির পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর বাড়িতে এ চুরি ঘটনা ঘটে। চুরি হওয়া গরুর মধ্যে দুটি গাভী ও একটি ষাড় গরু রয়েছে। এঘটনায় রবিবার সকালে আমির আলী বাদি হয়ে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আমির আলী জানান, দীর্ঘদিন ধরে শখের বসে গরু পালন করে আসছি। শনিবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় ৩টি গরুকে গরু ঘরের ভিতরের রাখা হয়। রবিবার ভোর বেলায় নামাজ পড়তে ঘুম থেকে উঠে দেখতে পাই গরু ঘরের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। এসময় গরু ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পাই গরুগুলো নেই। শনিবার রাতের কোনো এক সময় চুরেরদল গরু ঘরের তালা ভেঙে দুটি গাভী ও একটি ষাড়গুলো চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা হবে বলে তিনি দাবি করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানা অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url